Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অতিরিক্ত ভাড়ার অভিযোগে ফার্মগেটে বাস ভাঙচুর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৭, ১:২১ পিএম

অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ এনে রাজধানীর ফার্মগেটে বাস ভাঙচুর করেছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার সকালে যাত্রাবাড়ী থেকে সাভার রুটের লাব্বাইক পরিবহনের বাস ভাঙচুর করে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের সঙ্গে বাসের কন্ডাকটরের বাকবিতণ্ডার সময় তারা ফার্মগেটে এসে বাস ভাঙচুর করে। এসময় আতঙ্কিত যাত্রীরা বাস থেকে নেমে পড়ে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তেজগাঁও এলাকার ভেতর ঘটেছে। লাব্বাইক বাসটি সাভার থেকে ঢাকার দিকে আসছিল। ভাড়া নিয়ে বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কন্ডাকটরের বাকবিতণ্ডা হয়, এসময় কলেজের ছেলেরা ইট পাটকেল দিয়ে বাসের সামনের ও দুই দিকের আয়না ভাঙচুর করে। আমরা বিষয়টি দেখছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ