মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ঐতিহাসিক সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখন সস্ত্রীক কিউবায় অবস্থান করছেন। গত ৮৮ বছরের মধ্যে এটিই কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম কিউবা সফর। এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো এবং অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে রাজনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক বিষয় নিয়ে কথা বলবেন। হাভানায় পৌঁছেই ওবামা নিজের অ্যাকাউন্ট থেকে টুইট করে লিখেছেন : কিউবার মানুষদের সঙ্গে দেখা করে কথা বলার আগ্রহ আমার আগে থেকেই ছিল। সেই আশা পূর্ণ হলো। এদিকে, কিউবায় ওবামার সফরের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে এবং ওবামা পৌঁছানোর মাত্র ঘণ্টাখানেক আগে তা বন্ধ হয়। ওই মিছিলে বিক্ষোভকারীরা রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছিল। যুক্তরাষ্ট্র সম্প্রতি কিউবার প্রতি যে নরম মনোভাব পোষণ করছে, ওবামার এই হাভানা সফর তারই এক চূড়ান্ত নমুনা। খবরে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্টের এই কিউবা সফরে যুক্তরাষ্ট্র-কিউবা সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করবে এবং উভয় দেশই এতে লাভবান হবে। ওবামা এবং রাউল ক্যাস্ট্রো একসঙ্গে নৈশভোজ শেষে এক যৌথ সম্মেলন করবেন বলে জানা গেছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।