Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইরাকে নতুন মেরিন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আইএসের রকেট হামলায় যুক্তরাষ্ট্রের মেরিন সেনা নিহতের ঘটনায় ও মসুল শহর পুনরায় উদ্ধারের লক্ষ্যে দেশটি ইরাকে নতুন করে মেরিন সেনা মোতায়েনের ঘোষণা করেছে। পেন্টাগন জানিয়েছে, ইরাকে আইএস বিরোধী অভিযানের অংশ হিসেবে ২৬তম মেরিন ইউনিটের সাথে বাড়তি এই মেরিন সেনা যোগদান করবে। তবে ঠিক কি পরিমাণ সেনা মোতায়েন করা হবে, তা পরিষ্কার করে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ। এর আগে গত শনিবার আইএসের রকেট হামলায় এক মার্কিন মেরিন সেনা নিহত হয়। আইএস এ নিয়ে ২ জন মার্কিন সেনা হত্যা করলো। পেন্টাগন এক বিবৃতিতে জানায়, হামলায় বেশ কয়েকজন মেরিন আহত হয়। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা মিখায়েল প্রেগেন্ট জানান, ওয়াশিংটনের উচিত বাহিনীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দেয়া। গত রোববার ইরাকের আনবার প্রদেশে আইএসের এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৪ জন ইরাকি নিরাপত্তা বাহিনী সদস্য নিহত হয়েছে। ইরাকের নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানায়, হামলায় অন্তত ২৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। গত সপ্তাহে রামাদি শহরে আইএস হামলায় আরও ৪৭ জন ইরাকি সেনা নিহত হয়। আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকে নতুন মেরিন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ