মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : শুধুমাত্র নারীদের জন্য তিউনিসিয়ায় একটি বিশেষ কারাগার তৈরী করা হয়েছে। তিউনিসিয়ার কঠোর মাদকবিরোধী আইনে মাদক অপরাধের জন্য কমপক্ষে এক বছর কারাগারের বিধান রয়েছে। গণমাধ্যম কর্মীরা সেখানে গিয়ে দেখেছেন বিভিন্ন বয়সের নারী অপরাধীরা সেখানে সাজা ভোগ করছেন। কারাগারে বন্দী এক তরুণী জানান, গাঁজা সেবনের অপরাধে গত তিন সপ্তাহ যাবৎ তিনি কারাগারে রয়েছেন। একই অপরাধে তাঁর স্বামীও রয়েছেন কারাগারে। অভ্যর্থনা কক্ষ থেকে সামান্য দূরেই রয়েছে শিশুদের নার্সারি। নার্সারির সামনের কক্ষে টিভি রয়েছে, অনেক খেলনা সাজিয়ে রাখা হয়েছে। অনেক শিশু তাদের প্রথম পা ফেলছে এই নার্সারিতেই। এখানে উন্নয়নের একটি চিহ্ন হচ্ছে এই নার্সারিটি। যেটি সন্তানসহ মা এবং সন্তানসম্ভবা নারীদের জন্য একটি নিরাপদ আশ্রয় দিচ্ছে। নারীদের এই কারাগারে বিভিন্ন অপরাধীর মিশ্রণ রয়েছে, কেউ হয়তো সামান্য অপরাধেই বন্দী আবার কেউ সন্ত্রাসী কর্মকা-ের জন্য কারাগারে। যেমন একজন বন্দী আনাল, সই জাল করার অভিযোগে গত ৫ মাস যাবৎ সে এই কারাগারে বন্দী রয়েছে। তাঁর দাবী, সে নির্দোষ। বিচার মন্ত্রণালয়ের উচিত সই জালের মতো মামলা দ্রুত বিশেষজ্ঞদের মাধ্যমে সমাধান করা। ধীরগতির বিচারপ্রক্রিয়া আমাদের ওপর প্রভাব ফেলে। আমার সন্তান কেন এখানে জন্ম নেবে? নারীদের কারাগারটিতে প্রায় ৪২০ জন বন্দী রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। সাংবাদিকদের বন্দীদের একটি কক্ষে প্রবেশাধিকার দেয়া হলো, যেটিতে বসবাস করছে ৩৫ জন বন্দী। আর তাদের তত্ত্বাবধানে রয়েছেন একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। এই কারাগারে বিভিন্ন ধরনের অপরাধীর মিশ্রণ তৈরি হয়েছে। কেউ নিজেদের মধ্যে গল্প করছে, কেউ খাবার খাচ্ছে, আবার কেউ কেউ ধুমপান করছে। কেউ এখানে আছেন চুরির মতো সামান্য অপরাধে, আবার অনেকে গুরুতর অপরাধে। কারাবন্দী করার পরিবর্তে মানুষকে সংশোধন ও পুনর্বাসনের জন্য তিউনিসিয়ার সরকারের ওপর চাপ রয়েছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।