Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাজমহল দেখার বিদেশী পর্যটকের সংখ্যা হ্রাস

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পৃথিবীর অন্যতম সেরা স্থাপনা হিসেবে ধরা হয় ভারতের আগ্রার তাজমহলকে। সেই তাজমহলের দর্শক সংখ্যা এখন ধীরে ধীরে কমছে, বিদেশী পর্যটকেরা দেখাচ্ছে অনাগ্রহ। এ নিয়ে ভারতের পর্যটন মন্ত্রণালয়ও যথেষ্ট উদ্বিগ্ন। কেন এই পর্যটক সংখ্যা কমছে তা খতিয়ে দেখা শুরু করেছে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। তারা ইতিমধ্যে পর্যটক কমার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে শুরু করেছেন। ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন কেন্দ্রীয় সংস্কৃতি-বিষয়কমন্ত্রী মহেশ শর্মা। তিনি তাজমহলে বিদেশি পর্যটকদের আসা-যাওয়া নিয়ে একটি প্রতিবেদনও পেশ করেন সম্প্রতি। তাতে বলা হয়, ২০১২ সালে তাজমহল দেখতে বিদেশী পর্যটক এসেছিলেন সাত লাখ ৪৩ হাজার জন। ২০১৩ ও ২০১৪ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ছয় লাখ ৯৫ হাজার এবং ছয় লাখ ৪৮ হাজার। পর্যটনের ধারা, ভ্রমণ-বিষয়ক বাজার অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা, সস্তায় হোটেলে থাকার ব্যবস্থা, পর্যটন কাঠামো ইত্যাদি খতিয়ে দেখা শুরু হয়েছে। এ ব্যাপারে কিছু বিদেশী পর্যটক বলেছেন, তাজমহলে প্রবেশের জন্য যে প্রবেশ ফি নিচ্ছে ভারত সরকার, সেটা পর্যটকদের কাছে বেশি বলে মনে হচ্ছে। সার্কভুক্ত দেশের পর্যটকদের কাছ থেকে প্রবেশ ফি আরেকটু কম নেয়ার জন্য ভারত সরকারের প্রতি তাদের দাবি তোলা হয়েছে। পর্যটকরা মনে করেন, তাজমহলের ব্যাপারে ভারত সরকারকে ছাড় দিতে পারলে এতে তাজমহল দেখার জন্য বিদেশী পর্যটকেরা আরও বেশি আকৃষ্ট হবে। কারণ, বিদেশী যেসব পর্যটক রাজধানী দিল্লিতে যান, তারা তাজমহল দেখার ব্যাপারেই বেশি আগ্রহী থাকেন। এমনকি ভারত সফরের বিষয়েও তাজমহল এক অনন্য ভূমিকা রাখে। কিন্তু প্রবেশ ফি বেশি থাকায় অনেকেই তাজমহল দেখতে অনাগ্রহী হয়ে পড়েন। তারা রীতিমত মানসিক পীড়নে ভোগেন। তাই বিদেশি পর্য়টকদের মধ্যে তাজমল দেখার বিষয়ে অনাগ্রহ দেখা দিয়েছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তাজমহল দেখার বিদেশী পর্যটকের সংখ্যা হ্রাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ