Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লীতে মৌসুমের শীতলতম দিন ছিল গতকাল : ৩৫ ট্রেন চলাচল বাতিল

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাজধানীতে চলতি মৌসুমের শীতলতম দিন ছিল গতকাল। দিনের তাপমাত্রা হ্রাস পেয়ে ৪ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়ায়। এছাড়া ঘনকুয়াশা অব্যাহত থাকায় রেল চলাচল ব্যাহত হয়। আবহাওয়া অফিস জানায়, নগরী ঘনকুয়াশায় ঢাকা পড়ে এবং ২শ’ মিটার দূরের কিছু দেখা যায়নি। গতকাল সকাল সাড়ে আটটায় ৯৭ শতাংশ আর্দ্রতা রেকর্ড করা হয়। নর্দান রেলওয়ে জানায়, ৩৫টি ট্রেন চলাচল বাতিল করা হয় এবং দিল্লীতে আসা ও দিল্লী ছেড়ে যাওয়া ১৪টি ট্রেনের বিলম্ব হয়। একটি ট্রেনের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হয়।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) এক কর্মকর্তা জানান, গতকাল ছিল মৌসুমের শীতলতম দিন। দিল্লী ও এর আশপাশের এলাকায় ঘনকুয়াশা অব্যাহত ছিল। এ আবহাওয়া আরো কয়েকদিন থাকতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস যা এই মৌসুমের গড় তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রী কম এবং সর্বনিম্ন তাপমপাত্রা ছিল ৬ দশমিক ৯ ডিগ্রী যা মৌসুমের গড় সর্বনি¤œ তাপমাত্রার চেয়ে এক ডিগ্রী কম। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লীতে মৌসুমের শীতলতম দিন ছিল গতকাল : ৩৫ ট্রেন চলাচল বাতিল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ