মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : কাজাখাস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং দর্শণার্থীদের সরকারি ভবনে ঢোকার সময় তাদের স্মার্টফোন দরজার বাইরে নির্দিষ্টস্থানে রেখে প্রবেশ করতে হবে। ২৪ মার্চ থেকে দেশটিতে এই নতুন নিয়ম জারি হওয়ার কথা রয়েছে বলে ফাঁস হয়ে যাওয়া লিখিত একটি নির্দেশনা থেকে জানা গেছে। সরকারের স্পর্শকাতর গুরুত্বপূর্ণ নথি ফাঁস হয়ে যাওয়া ঠেকাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। দুটি সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফাঁস হয়ে যাওয়া লিখিত নির্দেশনায় বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সরকারের গোপন তথ্যাদি উদ্বেগজনকভাবে নিয়মিত ফাঁস হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিজীবীদের ক্যামেরাবিহীন ও ইন্টারনেট সংযোগ ছাড়া সাধারণ মোবাইল ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। এ বিষয়ে ফাঁস হয়ে যাওয়া সম্পূর্ণ নির্দেশনা স্থানীয় সংবাদ ওয়েবসাইট টেনগ্রিননিউজ ডট কেজেড-এ প্রকাশিত হয়েছে। কাজাখ গণমাধ্যমে নিয়মিত ফাঁস হয়ে যাওয়া তথ্যাদি প্রকাশ হয়ে থাকে। সরকারের বেসরকারিকরণ পরিকল্পনাসহ রাষ্ট্রীয় কোম্পানিগুলোর বাজেট পর্যালোচনা সংক্রান্ত বিষয়াদিও গণমাধ্যমে চলে আসে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।