Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানে আবার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র : খামেনি

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর আবারো আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পবিত্র নগরী মাশহাদে নবী বংশের ৮ম পুরুষ ইমাম রেজা (আঃ)-এর মাজার প্রাঙ্গণে এক বিশাল জনসমাবেশে দেয়া ভাষণে গত রোববার তিনি এ কথা বলেন। ফার্সি নতুন বছরের প্রথম দিন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সর্বোচ্চ নেতা বলেন, পুরনো আধিপত্য ফিরে পাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মধ্যদিয়ে ওয়াশিংটনের কবল থেকে ইরানের মানুষ মুক্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মার্কিনীদের মোকাবেলা করা যে সম্ভব, তা ইরানিরা প্রমাণ করেছে। তিনি বলেন, ইসলামী বিপ্লবের মধ্যদিয়ে ইরান তার প্রকৃত মালিক জনগণের কাছে ফিরে এসেছে। তিনি বলেন, বিপ্লবের আগে যুক্তরাষ্ট্র ইরানের সম্পদ লুট করেছে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের প্রধান ঘাঁটি ছিল পাহলভী শাসক গোষ্ঠী। সর্বোচ্চ নেতা খামেনি পরিষ্কার ভাষায় বলেন, মার্কিন জনগণের সঙ্গে ইরানের জনগণের কোনো শত্রুতা নেই, তবে মার্কিন প্রশাসন হলো ইরানের শত্রু। আল জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরানে আবার আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র : খামেনি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ