Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

যৌন অসদাচরণের অভিযোগে এনবিসির উপস্থাপক বরখাস্ত

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 যৌন অসদাচরণের অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্রের টিভি নেটওয়ার্ক এনবিসি’র জনপ্রিয় অনুষ্ঠান ‘টুডে শো’র সহ সঞ্চালক এবং শীর্ষ সংবাদ উপস্থাপক ম্যাট লাওরকে বরখাস্ত করা হয়েছে। অনুষ্ঠানটির টুইটে বলা হয়, গত সোমবার রাতে একজন সহকর্মীর কাছ থেকে আমরা কর্মস্থলে ম্যাট লাওরের অসঙ্গত যৌন আচরণের শিকার হওয়ার বিষয়ে বিস্তারিত অভিযোগ পাই। যে কারণে আমরা তার নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এনবিসি’র পক্ষ থেকে বলা হয়, কেউ যেন একে বিচ্ছিন্ন ঘটনা ভাবার অবকাশ না পায় তাই এ ব্যবস্থা নেয়া হয়েছে। ২০ বছরের বেশি সময় ধরে এনবিসি’র হয়ে কাজ করছেন লাওর। তার বিরুদ্ধে এই প্রথম এ ধরনের অভিযোগ উঠেছে বলে জানান এনবিসি কর্মকর্তারা। তারপরও এটি আমাদের কোম্পানির মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন, বলেন এনবিসি নিউজ-এর চেয়ারম্যান অ্যান্ডি লাক। গত সপ্তাহে সিবিএস নিউজ তাদের তারকা সঞ্চালক চার্লি রোজকে একই অভিযোগে বরখাস্ত করেছে। আর গত এপ্রিলে ফক্স নিউজ তাদের জনপ্রিয় উপস্থাপক বিল ও’রিলিকে বরখাস্ত করে। এনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ