নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মাঠের বাইরে ঘনিষ্ঠ বন্ধু তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বন্ধুত্বের সম্পর্কটা এতই গভীর যে পারিবারিক অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাদের। এবারের বিপিএলে তামিম নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লা ভাইকিংসের। আর সাকিব নেতৃত্ব দিচ্ছেন ঢাকা ডায়নামাইটসের। গতকাল চট্টগ্রাম ভেন্যুতে এই দু’দল একে অপরের মুখোমুখি হয়। টস করতে মাঠে নামেন দুই বন্ধু সাকিব ও তামিম। তাতে প্রাথমিক জয়টা পেয়ে যান সাকিব টস জিতে। এরপর খেলা শুরু হলে দুই বন্ধুর মধ্যে শুরু হয় মাঠের লড়াই। যেন কেউ কাউকে নাহি ছাড়ে সমানে সমান। অবশ্য টস জয়ের মতো দু’জনের ব্যক্তিগত প্রথম মোকাবিলায়ও জয়টা পান সাকিবই। এবার ৩৭ রানে ব্যাট করছিলেন কুমিল্লার দলপতি তামিম ইকবাল। সাকিব বল করতে এসেই তুলে নেন তামিমের উইকেট। সাকিবের করা প্রথম বলেই বাউন্ডারি হাঁকাতে চেয়েছিলেন তামিম। বলটি উড়িয়ে মারেন তিনি। কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে থাকা মোসাদ্দেক হোসেনের দুর্দান্ত ক্যাচ হন তামিম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।