Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমরা ব্যবস্থা নেবো : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নিষেধাজ্ঞা এবং বিশ্বব্যাপী নিন্দাকে তোয়াক্কা না করে উত্তর কোরিয়া গত মঙ্গলবার আরেকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেবো। হোয়াইট হাউজে সাংবাদিকদের তিনি বলেন, আমরা এই পরিস্থিতির মোকাবিলা করবো। তবে তিনি বিস্তারিত কিছু বলেননি এবং এ কথাও বলেননি যে উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির কোন পরিবর্তন ঘটেছে কি না। প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাট্টিস বলেন যে, উত্তর কোরিয়ার আগেকার পরীক্ষামূলক রকেট নিক্ষেপের তুলনায় এই রকেটটি আরও উঁচু পথ ধরে গেছে এবং আরো দূরে গেছে। তিনি বলেন, এটি হচ্ছে উত্তর কোরিয়ার এমন ক্ষেপণাস্ত্র নির্মাণেরই অংশ যা পৃথিবীর যে কোন জায়গার জন্যে হুমকির কারণ হতে পারে। ম্যাট্টিস আরো বলেন যে, উত্তর কোরিয়া হচ্ছে বিশ্ব শান্তির প্রতি বিপদস্বরূপ। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন এবং জাপানি জনগণকে সুরক্ষা প্রদানের সংকল্প ব্যক্ত করেছেন। আবে সাংবাদিকদের বলেন, আমরা কখনই সহিংসতা মেনে নিতে পারি না এবং উত্তর কোরিয়ার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছি। শিগগিরই মি ট্রাম্প বিষয়টি নিয়ে জাপানি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। জাতিসংঘে ব্রিটেনের রাষ্ট্রদূত ম্যাথিউ রাইক্রফট এই রকেট উৎক্ষেপণকে এমন একটি সরকারের আরেকটি বেপরোয়া কর্মকান্ড বলে অভিহিত করেন, যে সরকার নিজের জনগণের মঙ্গলের দিকে দৃষ্টি না দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকেই নজর দিচ্ছে সবচাইতে বেশি। ভিওএ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ