Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

যৌন নির্যাতনকারীরা শূকর : কেনেডি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের বিরুদ্ধে ওঠা যৌন কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সিনেটর জন কেনেডি বলেছেন, যারা এসব কুকীর্তিতে জড়িত, তারা সবাই শূকর। কেনেডি বলেন, যৌন হয়রানির অভিযোগ ওঠা রয় মুরের বিরুদ্ধে আচরণগত তদন্ত করা উচিত। তার বিরুদ্ধে আনা অভিযোগ যদি সত্য প্রমাণিত হয় তবে তিনি সিনেটর নির্বাচিত হলেও তাকে বরখাস্ত করা উচিত বলে মত দিয়েছেন কেনেডি। একই মন্তব্য তিনি মিনেসোটা রাজ্যের সিনেটর আল ফ্রাঙ্কেনের সম্পর্কেও করেছেন। উল্লেখ্য, ফ্রাঙ্কেনের বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগ আছে। যৌন হয়রানিতে অভিযুক্তদের সম্পর্কে সিনেটর কেনেডি বলেন, যদি এসব অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তবে কোনো ধরনের অজুহাত মানা হবে না। যারা এসব করে, তারা যতই ভালো সাজুক, আসলে তারা নিকৃষ্ট। তিনি আরো বলেন, তারা যতই ভালো সাজার ভান করুক না কেন, আসলে তারা শূকর। তাদের মধ্যে আছে নানা ধরনের শূকর। বড় দলের শূকর, ছোট দলের শূকর, উদ্ধত শূকর, মিনমিনে শূকর। আরো আছে অভিজ্ঞ শূকর, অনভিজ্ঞ শূকর, নতুন গজানো শূকর!... ধরনে যেমনই হোক না কেন, যারা এসব নোংরামির সঙ্গে জড়িত, তারা সবাই শূকর। তবে, কেনেডি বলেছেন, অভিযোগ প্রমাণ হওয়ার পূর্ব পর্যন্ত তিনি কাউকে দোষী ভাবতে রাজি নন। সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যৌন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ