Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মিসরে সুফি মুসলিমরা দেশব্যাপী মিলাদুন্নবী উদযাপন করবেন

ভয়েস অব আমেরিকা | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিসরের সূফি মুসলিমরা বলেছেন, সিনাই মসজিদে গণহত্যার ফলে দেশে তোলপাড় অবস্থার মধ্যে তারা হযরত মুহাম্মদ সা-এর জন্মদিন উদযাপনের পরিকল্পনা অব্যাহত রাখবেন। সিনাই মসজিদে শুক্রবারের হামলায় ৩০৫ জন মুসল্লি নিহত ও ১২৮ জন আহত হয়েছেন।
এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। আল রাওদাহ মসজিদটিতে সূফিরা নামাজ আদায় করেন। ইসলামী জঙ্গিরা তাদের মুরতাদ বলে গণ্য করে। সূফিরা বলেছে, তারা পরবর্তী শুক্রবার দেশব্যাপী এবং মিসরে অন্যতম প্রসিদ্ধ স্থান কায়রোর আল-হুসেইন মসজিেেদ ঈদে মিলাদুন্নবী উদযাপন করবেন।
শুক্রবারের এ মর্মান্তিক ঘটনার পর প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নির্দেশে মিসর তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। মসজিদের ইমাম খোৎবা পাঠের পূর্বমুহূর্তে আল্লাহু আকবর ধ্বনি দিয়ে ২০ ২৫ জন জঙ্গি মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালায় ও গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় মসজিদটির অভ্যন্তরে প্রায় ৫শ’ মুসল্লি ছিলেন।
টেলিভিশন ভাষণে সিসি হামলাকারীদের বিরুদ্ধে ‘নিষ্ঠুর শক্তি’ প্রয়োগের শপথ ব্যক্ত করেন। তিনি বলেন, সশস্ত্র বাহিনী ও পুলিশ আমাদের শহীদ সন্তানদের জন্য প্রতিশোধ নেবে এবং অল্প সময়ের মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তিনি নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণের নির্দেশ দিয়েছেন।
সিসির ভাষনের কয়েক ঘন্টা পর মিসরের সেনাবাহিনী বলে, বিমান বাহিনী সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে এবং হামলায় ব্যবহৃত কয়েকটি যান খুঁজে পাওয়ার পর তাতে যারা ছিল তাদের হত্যা করা হয়েছে।
প্রসিকিউটরের বিবৃতি
মিসরের চিফ প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, কিছ হামলাকারী মুখোশ পরা ছিল। একজনের হাতে ইসলামিক স্টেটের (আইএস) ব্যানারের মত একটি কালো ব্যানার ছিল। তবে আই এস এ হামলার দায় স্বীকার করেনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প এ হামলা প্রসঙ্গে বলেছেন, এটি নিরীহ ও প্রতিরোধহীন মুসল্লিদের উপর এক ভয়ংকর ও কাপুরুষোচিত হামলা।
এ হামলার পর ইসরাইল শোক বার্তা পাঠায়।
মিসরের নিরাপত্তা বাহিনী প্রধানত উত্তর সিনাইয়ে আইএসের বিরুদ্ধে লড়াই করছে। গত তিন বছরে সেখানে জঙ্গিরা শত শত পুলিশ ও সৈন্যকে হত্যা করেছে।
মিসরের সিডিয়া খবরে বলা হয় যে হামলার পর প্রেসিডেন্ট সিসি প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ শীর্ষ নিরাপত্তা কর্মীদের সাথে বৈঠক করেছেন। সরকারী ভবনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিলাদুন্নবী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ