Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে আগাম শীতের সবজি চাষ

| প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চাঁদপুর থেকে বি এম হান্নান : চাঁদপুরের মতলব উত্তরে আগাম শীতের সবজি চাষ শুরু হয়েছে। অন্যান্য বছরের মতো এবারো চাষিরা বিপুল উৎসাহে মাঠে নেমেছেন। আগাম শাকসবজি বাজারে তুলতে পারলে অধিক দামে বিক্রি করা সম্ভব। এ চিন্তা করেই তারা এখন ব্যস্ত সবজি চাষে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মধ্যে কমবেশি প্রায় সব গ্রামেই শীতকালীন শাকসবজি আবাদ চলছে। এর মধ্যে চরকাশিম বোরচর, চরউমেদ, বাহেরচর, চেংগারচর পৌর ঢালী কান্দি, ছেংগারচর, আদুরভিটি, বালুরচর, তালতলী, খাককান্দা, পাঁচিগাছিয়া, ষাটনল, সটাকী, রুহিতারপাড় দুর্গাপুর, ল²ীপুর, ইসলামাবাদ প্রায় ৫০টি গ্রামে ব্যাপক আবাদ হয়েছে। উপযুক্ত আবহাওয়া ও পরিবেশ অনুক‚লে থাকলে এবার সবজির ফলন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সালাউদ্দিন জানান, মতলব উত্তর উপজেলায় ব্যাপকভাবে মুলা, বেগুন, ফুলকপি, শিম, টমেটো, লালশাক, বাঁধাকপি, পালংশাক ও পুঁইশাকের চাষ হয়।
ছেংগারচর পৌরসভার ঢারীকান্দি গ্রামের কৃষক মোহাম্মদ আলী ও আদুরভিটি গ্রামের নূরনবী বলেন, ‘মৌসুমের শুরুতেই বাজারে শাকসবজি তুলতে পারলে চাহিদা বেশি থাকে, দামও বেশি পাওয়া যায়। আগাম সবজি চাষ করতে হলে যেমন অর্থ খরচ হয়, তেমনি শ্রমও দিতে হয় বেশি।
এ ছাড়া পোকামাকড়ের জন্য অধিক ওষুধ ছিটাতে হয়। আবার বেশি বৃষ্টি হলে সবজি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। হরিনাথপুর আনোয়ার হোসেন জানান, গত বছর দু’ বিঘা জমিতে আগাম ফুলকপি চাষ করেছিলেন। ফলন ভালো হওয়ায় দামও ভালো পেয়েছিলেন। তাই এ বছর ফুলকপির চাষ করেছেন। ছেংগারচর পৌরসভার মোহাম্মদ আলী বলেন, ‘প্রতি বছরই আগাম শীতকালীন শিম চাষ করে থাকেন। ১৯৯৮ সাল থেকে আগাম শিম চাষ করে আসছেন। পরিকল্পিতভাবে শিম চাষ করলে শীম চাষ করে লাভমান হওয়া সম্ভব।’ এতে আগ্রহী হয়ে এ বছরও ব্যাপকভাবে শিমের চাষ করেছেন। গত দু’ সপ্তাহ আগে থেকেই তিনি বাজারে বিক্রি করছেন ১২০ টাকা কেজি হিসেবে। শিম বিক্রি থেকে এ বছর প্রায় এক লাখ টাকা আয় হতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সবজি

৪ এপ্রিল, ২০২২
২৩ ফেব্রুয়ারি, ২০২২
৪ ফেব্রুয়ারি, ২০২২
২৯ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ