মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভূমধ্যসাগরকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী বিপজ্জনক সীমান্ত বলে মন্তব্য করেছে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, চলতি বছর ইউরোপে যাওয়ার আশায় পাড়ি দিয়ে এই সীমান্তে ৩৩ হাজারেরও বেশি অভিবাসী প্রাণ হারিয়েছেন। গত শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ২০১৪-১৬ সাল পর্যন্ত তুরস্ককে নিয়ে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসী ঢল সামলেছে। গ্রিস থেকে লিবিয়া উপকূল হয়ে আসা এই শরণার্থী ঢলের গ্রোত এখন কিছুটা কম। ফ্রোরেন্সের ইউরোপিয়ান ইউনিভার্সিটি ইনস্টিটিউটের অধ্যাপক ফিলিপ ফার্গেস বলেন, এই সংখ্যায় আসলে অভিবাসীদের প্রকৃত দুর্দশা পরিমাপ করা যাবে না। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।