Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়াকে স্পর্শকাতর তথ্য দিয়েছেন ট্রাম্প

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল সম্পর্কে রাশিয়াকে স্পর্শকাতর গোয়েন্দা তথ্য দিয়েছেন বলে জানা গেছে। হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় ইসরাইলের উদ্দেশ্য সম্পর্কে রাশিয়াকে জানিয়েছেন ট্রাম্প। ভ্যানিটি ফেয়ার-এর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এ বছরের মে মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ-এর কাছে এ সংক্রান্ত তথ্য সরবরাহ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সময়ে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের কাছেও তথ্য পাচার করেন ট্রাম্প। ইসরাইলি গোয়েন্দা সংস্থার বিশেষজ্ঞদের বরাত দিয়ে ভ্যানিটি ফেয়ার-এ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। দ্য টাইমস অব ইসরাইল-এর এক প্রতিবেদনে ইসরাইলি গোয়েন্দা মিশনের বিস্তারিত উঠে এসেছে। এই মিশনে মোসাদ’সহ দেশটির অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোও রয়েছে। ইসরাইলের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, ট্রাম্পের এমন পদক্ষেপ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোয়েন্দা তথ্য ভাগাভাগি ব্যবস্থায় পেছন থেকে ছুরিকাঘাতের মতো। ভ্যানিটি ফেয়ার-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প যেসব তথ্য সরবরাহ করেছেন সেগুলো আইএসবিরোধী অভিযানে গুপ্তচরবৃত্তি, ল্যাপটপ বিস্ফোরণ সংক্রান্ত পরিকল্পনার সঙ্গে সম্পর্কিত। দ্য টাইমস অব ইসরাইল-এর এক প্রতিবেদন বলছে, কর্মকর্তাদের সতর্কতা উপেক্ষা করে ইসরাইল সরকার ওয়াশিংটনের সঙ্গে তাদের গোয়েন্দা তথ্য ভাগাভাগি করেছিল। ওয়াশিংটন পোস্ট, মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ