Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প-টাইম কাদা ছোড়াছুড়ি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, তাঁকে নাকি ‘বর্ষসেরা পুরুষ’ উপাধি দিতে চেয়েছিল জনপ্রিয় মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিন। তবে সেটাকে ‘সুবিধার নয়’ বলে পায়ে ঠেলেছেন তিনি। স্থানীয় সময় গত শুক্রবার গভীর রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এমনটাই জানিয়েছেন ট্রাম্প। তবে পাল্টা টুইটে এর জবাব দিয়েছে টাইম। তাঁদের দাবি, ট্রাম্প সত্য বলছেন না। নিজের টুইটে ট্রাম্প লেখেন, গত বছরের মতো এবারেও আমি বর্ষসেরা পুরুষের খেতাব পেতে পারি বলে টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে আমাকে জানানো হয়। কিন্তু তার জন্য আমাকে একটি সাক্ষাৎকার ও ফটো শুটের জন্য রাজি হতে হবে। আমি জানাই, ‘পেতে পারি’ শব্দটি ভালো শোনায় না এবং রাজি না থাকার কথা জানাই। যাই হোক ধন্যবাদ। এ বিষয়ে টাইম বলছে, ট্রাম্প একেবারেই ঠিক বলছেন না। কারণ, বর্ষসেরার তালিকা প্রকাশ না করা পর্যন্ত কাউকেই তা জানানো হয় না। আর এ বছরের বর্ষসেরা পুরুষের নাম জানতে সবাইকে অপেক্ষা করতে হবে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত। রয়টার্স, পলিটিকো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ