Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা কর্নার

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আশরাফুল ইসলাম নূর, খুলনা থেকে :
আবার কবে ‘সুন্দরবনে টাইগারের’ হানা
সুন্দরবন ঘেঁষা খুলনাবাসীর কাছে টাইগার বাহিনীর ক্রিকেট খেলা যেন উচ্ছ¡াস, আনন্দ, ধ্যান-জ্ঞান। খুলনার শিক্ষাঙ্গন থেকে চায়ের দোকান, হাট-বাজার, অফিস-আদালত, বাস-ট্রেন সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু ক্রিকেট। টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ-জিম্বাবুয়ের চারটি ম্যাচকে কেন্দ্র করে ‘রয়েল বেঙ্গল টাইগার’ ও সাদা সোনা হিসেবে খ্যাত ‘চিংড়ির’ ভূমি শিল্প ও বন্দর নগরী খুলনা পরিণত হয়েছে ক্রিকেটপ্রেমীদের মিলনমেলায়। এ সিরিজকে সামনে রেখে নগরীর সৌন্দর্যবর্ধনেও পিছিয়ে ছিল না খুলনাবাসী। ক্রিকেটপ্রেমী অতিথিদের পরম উষ্ণতায় বরণ করে নেয় খুলনাবাসী। গতকাল শুক্রবার বিকেল ৩টায় ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ শেষ হওয়ার সাথেই সাঙ্গ হলো ক্রিকেটের এ মিলনমেলার। বিদায়ের পূর্বেই খুলনাবাসীর মনে প্রশ্ন জেগেছে, সুন্দরবনের শহর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আবার কবে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে? তবে
আসবে টাইগাররা?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা কর্নার

২৩ জানুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ