Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামাল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল (বৃহস্পতিবার) বিকেল চারটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। তবে এখন পর্যন্ত মরহুমের দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার এসব তথ্য জানান। জানা যায়, আহমেদ কামাল উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাইপারটেনশনসহ নানা রোগে ভুগছিলেন। ২০১৫ সালের জুলাই অসুস্থ হয়ে পড়লে তাকে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে বারডেমে নেয়া হয়। ব্যক্তিগত জীবনে চিরকুমার আহমেদ কামাল পর্যটন কর্পোরেশনের জিএম হিসেবে ২০০৬ সালে অবসরে যান। সেই থেকে তিনি রাজধানীর সবুজবাগ একটি বাসায় একাকী বসবাস করছিলেন। একজন গৃহকর্মী তার রান্না ও ধোয়ামোছার কাজ করে দিতেন। এস ইসলাম ডন নামে একজন দুঃসম্পর্কের আত্মীয় তার খোঁজখবর রাখতেন। সবাই তাকে আহমদ কামালের ভাতিজা বলে জানেন। জিয়াউর রহমানের বাবা মুহম্মদ মনসুর রহমান আর মা জাহানারা খাতুন ওরফে রানী। তাদের পাঁচ পুত্র সন্তান। যাদের মধ্যে এখন আর কেউ বেঁচে নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিয়াউর রহমান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ