নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ১০ হাজার। কিন্তু গতকাল বাংলাদেশ-জিম্বাবুয়ের চার ম্যাচ সিরিজের শেষ খেলায় স্টেডিয়ামের গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ধারণক্ষমতার অন্তত দেড়গুণ দর্শক গ্যালারিতে। এদের অধিকাংশই ছিল টিকিটবিহীন দর্শক। ভেতরে প্রবেশ করাকে কেন্দ্র করে স্টেডিয়ামের বাহিরে হুলস্থুল কাÐ সৃষ্টি হয়। শুক্রবার বিকাল ৩টায় জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের চতুর্থ ও শেষ ম্যাচ শুরু হয়। খেলা শুরুর আধাঘন্টা পর থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে টিকিটবিহীন দর্শকের হুলস্থুল কাÐ লাগায়। স্টেডিয়ামের প্রবেশ পথ প্রধান ফটকগুলোতে জড়ো হয় টিকিটবিহীন হাজার হাজার দর্শক। পুলিশের বিরুদ্ধেও রয়েছে নানান অভিযোগ। অনেকে বলেছে, টিকিট না নিয়ে প্রবেশ করছে দর্শকরা অথচ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারাও দর্শকের ভূমিকা পালন করছে। বিকাল পৌনে ৪টার দিকে স্টেডিয়ামের প্রধান ফটকে গিয়ে দেখা যায়, সহ¯্রাধিক ক্রিকেট ভক্ত স্টেডিয়ামের বাউন্ডারী দেয়াল টপকে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছে। স্টেডিয়ামে প্রবেশের ৩নং গেটের বাউন্ডারি দেয়ালে থাকা গ্রিল ভেঙ্গে টিকিটবিহীন দর্শক প্রবেশ করছে। এছাড়া দর্শকদের ধাক্কায় গেটগুলো প্রবেশ পথগুলোতে থাকা নিরাপত্তাকর্মীরাও ছিঁটকে পড়ে। ফলে চারটার দিকে অনেকটা নির্বিঘেœই স্টেডিয়ামে প্রবেশ করে ক্রিকেট ভক্তরা। আর স্টেডিয়ামের দেওয়াল টপকে প্রবেশ করতে গিয়ে ২১ বছরের এক যুবক পড়ে গিয়ে আহত হয়েছে।
স্টেডিয়ামে টিকিট নিয়ে প্রবেশ করে গ্যালারিতে বসতে না পেরে নগরীর খালিশপুরের বাসিন্দা মো. নুর হোসেন অভিযোগ করে বলেন, ‘টিকিট ছাড়াই যখন মানুষ স্টেডিয়ামে প্রবেশ করছে তাহলে টিকিটের কি প্রয়োজন ছিল? টাইগারদের শেষ ম্যাচ দেখার জন্য রাত জেগে লাইনে দাঁড়িয়ে পুলিশের লাঠিচার্জ আর ধাওয়া খাওয়ার পরও টিকিট সংগ্রহ করেছি। অবশেষে গ্যালারিতেও বসার যায়গা পাচ্ছি না। এমন অবস্থা আগে কখনও দেখিনি।’
সিরিজের সেরা ১০
ব্যাটসম্যান
ম্যাচ/ইনি. রান সর্বোচ্চ গড় স্ট্রাইক ১০০/৫০
মাসাকাদজা (জিম্বাবুয়ে) ৪/৪ ২২২ ৯৩* ৭৪.০০ ১৪৫.০৯ ০/২
সাব্বির (বাংলাদেশ) ৪/৪ ১৪০ ৫০ ৪৬.৬৬ ১৩৭.২৫ ০/১
ওয়ালার (জিম্বাবুয়ে) ৪/৪ ১২৮ ৪৯ ৩২.০০ ১৮২.৮৫ ০/০
সিবান্দা (জিম্বাবুয়ে) ৪/৪ ১১৫ ৪৬ ২৮.৭৫ ১২২.৩৪ ০/০
সৌম্য (বাংলাদেশ) ৪/৪ ৮৬ ৪৩ ২১.৫০ ১৩০.৩০ ০/০
মাহমুদুল্লাহ (বাংলাদেশ) ৪/৪ ৬৮ ৫৪ ১৭.০০ ১৩৩.৩৩ ০/১
মুতুম্বামি (জিম্বাবুয়ে) ৩/৩ ৫৯ ৩২ ১৯.৬৬ ১১৮.০০ ০/০
সাকিব (বাংলাদেশ) ৪/৪ ৫৪ ২৭* ২৭.০০ ১২৫.৫৮ ০/০
তামীম (বাংলাদেশ) ৩/৩ ৫৩ ২৯ ১৭.৬৬ ১২৩.২৫ ০/০
নুরুল (বাংলাদেশ) ৪/৩ ৫২ ৩০* ৫২.০০ ১৪০.৫৪ ০/০
বোলার
ম্যাচ/ইনি. উইকেট সেরা গড় ইকো. ৪/৫
ক্রেমার (জিম্বাবুয়ে) ৪/৪ ৬ ৩/১৮ ১৭.৬৬ ৬.৬২ ০/০
সাকিব (বাংলাদেশ) ৪/৪ ৫ ৩/৩২ ২৭.৬০ ৮.৬২ ০/০
চিসরো (জিম্বাবুয়ে) ২/২ ৪ ৩/১৭ ৮.০০ ৪.০০ ০/০
মুস্তাফিজ (বাংলাদেশ) ২/২ ৪ ২/১৮ ৯.২৫ ৪.৭২ ০/০
সিকান্দার (জিম্বাবুয়ে) ৩/৩ ৪ ২/৭ ১২.৫০ ৮.৩৩ ০/০
মাদিবা (জিম্বাবুয়ে) ২/২ ৪ ৪/৩৪ ১৬.০০ ৯.১৪ ১/০
সাব্বির (বাংলাদেশ) ৪/৩ ৩ ৩/১১ ১২.৬৬ ৭.৩৫ ০/০
আল-আমিন (বাংলাদেশ) ২/২ ৩ ২/২৪ ১৫.০০ ৬.৪২ ০/০
আবু হায়দার (বাংলাদেশ) ২/২ ৩ ২/৪০ ২৪.৩৩ ৯.১২ ০/০
ওয়েলিংটন (জিম্বাবুয়ে) ২/২ ২ ১/২৫ ২৮.৫০ ৭.১২ ০/০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।