Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লার বিপক্ষেই ফিরছেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজুর রহমানকে দলে পেয়ে বেজায় খুশি ছিল রাজশাহী কিংস। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে চোটা পড়ায় প্রথম দুই পর্বে তাকে পাওয়া যায়নি। টুর্নামেন্টে ভালো অবস্থায় নেই রাজশাহীও। তাদের জন্য অবশেষে সুখবর, চোট কাটিয়ে মাঠে ফিরছেন কাটার মাস্টার। চোট কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত দ্য ফিজ। কোনো সমস্যা ছাড়াই বল করছেন পূর্ণ গতিতে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে এবারের বিপিএলে প্রথমবারের মতো মাঠে নামতে পারেন রাজশাহী কিংসের বাঁহাতি এই পেসার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল অনুশীলন থেকে ফেরার সময় মুস্তাফিজ নিজেই জানালেন, ক্রিকেটে ফিরতে তিনি প্রস্তুত, ‘কোনো সমস্যা নেই। সব কিছু ঠিকঠাক।’
বোলিংয়ে একদমই সমস্যা অনুভব করেননি মুস্তাফিজ। অনুশীলনের সময় নেটে পূর্ণ গতিতে বোলিং করেন ৫ ওভার। দুই সপ্তাহের বেশি সময় ধরে তার সঙ্গে কাজ করা রাজশাহীর ফিজিও বায়েজিদুল ইসলাম খান আশাবাদী, কুমিল্লার বিপক্ষে ম্যাচ দিয়ে বল হাতে দেখা যাবে মুস্তাফিজকে, ‘ফিজিওর দৃষ্টিকোণ থেকে আমি আত্মবিশ্বাসী। সহায়তা যতটুকু দিতে হয় সবটুকু দিয়েছি, আমরা যতগুলো পরীক্ষা করি তার সবগুলোতেই ও উতরে গেছে। আর শারীরিক দিক থেকে ওর কোনো অভিযোগ নাই। আমরা বুঝতে পারছি ও মোটামুটি ঠিক আছে।’
দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লিতে ১৪ অক্টোবর ওয়ার্মআপে ফুটবল খেলার সময় অ্যাঙ্কেলে চোট পান মুস্তাফিজ। এরপর থেকে চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া। বিপিএলের সিলেট অংশ শেষে বাঁহাতি পেসারকে দলে পেয়েছে রাজশাহী। বায়েজিদ জানান, মুস্তাফিজের খেলার ব্যাপারে এখন সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট, ‘দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর থেকে আমরা মুস্তাফিজকে দেখছি। ৮ তারিখের পর থেকে আমরা ওকে রাজশাহীর দলের সঙ্গে রেখেছি। আমরা ওর পুনর্বাসনের পুরো কাজটা শেষ করেছি। আজ নিয়ে চার সেশন ধরে ও কোনো অভিযোগ ছাড়াই পূর্ণ গতিতে বল করছে। আজ রানিং, ফিল্ডিংসহ সব পুরোপুরি করেছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই। দেখা যাকৃ বাকিটা এখন টিম ম্যানেজমেন্ট ঠিক করবে।’
মোস্তাফিজ যদি শতভাগ ফিট থাকেন, তাঁকে শুধু শুধু বসিয়ে রাখবে কেন রাজশাহী টিম ম্যানেজমেন্ট! সাত ম্যাচে পাঁচ হারে পয়েন্ট তালিকায় রাজশাহীর অবস্থান খুব একটা ভালো নয়। বাঁহাতি পেসার খেললে প্রতিপক্ষ কতটা চিন্তিত থাকে, সেটি বোঝা গেল আড্ডাচ্ছলে বলা কুমিল্লা অধিনায়ক তামিম ইকবালের কথায়, ‘পরের ম্যাচে রাজশাহী শক্তিশালী হয়ে উঠবে, ওদের মোস্তাফিজ ফিরছে না!’ চোটের জন্য গতবার বিপিএলে কোনো ম্যাচ খেলতে পারেননি মুস্তাফিজ। তার আগের বছর ঢাকা ডায়নামাইটসের হয়ে ১০ ম্যাচ খেলে নিয়েছিলেন ১৪ উইকেট। মুস্তাফিজ ফিরছেন, এবার ‘ফিজের’ ফেরার অপেক্ষায় রাজশাহী।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুস্তাফিজ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ