পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকায় ৩০০ মেগাওয়াট ক্ষমতার ভ্রাম্যমাণ বিদ্যুৎকেন্দ্র স্থাপনে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিকে ২৪ একর জমি দিয়েছে সরকার।
আগামী পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রের এপিআর এনার্জি নামে ওই কোম্পানির অনুক‚লে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁওয়ে ওই জমি ইজারা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস বøুম বার্নিকাটের সঙ্গে বৈঠকের শেষে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এ তথ্য জানান। মন্ত্রী বলেন, তারা (যুক্তরাষ্ট্র) পানগাঁওয়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র করতে আমাদের কাছে জায়গা চেয়েছিল। এটা হবে মোবাইল প্ল্যান্ট, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। দ্রæত বিদ্যুৎ উৎপাদনের জন্য জায়গাটা তাদের আমরা দিয়েছি। এপিআর এনার্জি নামের একটি কোম্পানি এটি করবে। পানগাঁওয়ে আইসিটির পাশেই এই জায়গা অব্যবহৃত অবস্থায় আছে। শিগগিরই আমরা এই জায়গাটা ডেভেলপমেন্ট করব এবং তারা পাঁচ বছরের জন্য আমাদের এই জায়গাটা লিজ নেবে। শাজাহান খান বলেন, এই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাব। বিদ্যুৎ উপাদনের জন্য এখানে ৫০০ ভ্রাম্যমাণ কন্টেইনার বসবে। এই বিদ্যুৎ আমাদের গ্রিডে যুক্ত হবে। মন্ত্রী বলেন, সমুদ্রবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। পোর্টের কর্মকান্ড, বিশেষ করে নিরাপত্তার বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেছেন। সিকিউরিটি বৃদ্ধি করার জন্য আরো কিছু কথা তারা বলেছেন। আমরা সেটা দেখব। আন্তর্জাতিক নৌ-সংস্থায় (আইএমও) বাংলাদেশ বি ক্যাটাগরির সদস্য। যুক্তরাষ্ট্র এ ক্যাটাগরির সদস্য। আমরা আহ্বান করেছি, আইএমওতে তারা যাতে আমাদের সাপোর্ট দেয়। আমরাও তাদের সাপোর্ট দেবো। তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের উপর যে নির্যাতন চালিয়েছে, এ ব্যাপারে আমেরিকার ভ‚মিকা নিয়ে আমরা প্রশংসা করেছি। আশা করি মিয়ানমারের সমস্যা সমাধানে তারা ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে। নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ বলেন, সিকিউরিটি চেক করা আইএমও’র একটি শর্ত। আইএমও ইউএস (ইউএস) কোস্টগার্ডকে দায়িত্ব দেয়। তারা বিভিন্ন পোর্টগুলো ঘুরে কমপ্ল্যায়েন্স পরিস্থিতি চেক করে। সর্বশেষ ২০১৫ সালে তারা একবার এসেছিলেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল বলেন, এই সিকিউরিটি চেক শুধু আমাদের দেশে নয়, এটা সব পোর্টের জন্য। ইউএস কোস্টগার্ডের সমুদ্রের সিকিউরিটির বিষয়ে একটা বিরাট ভ‚মিকা আছে। এটাকে রুটিন চেক বলা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।