Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

কিউবা-উ.কোরিয়া সম্পর্ক জোরদারের অঙ্গীকার

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে কিউবা ও উত্তর কোরিয়া তাদের সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার করেছে। সফররত উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো’র সঙ্গে বৈঠককালে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগুয়িজ হাভানার অবস্থান পুনর্ব্যক্ত করে গত বুধবার বলেন, কোরীয় উপ্লীপের পারমাণবিক ইস্যুটি কেবলমাত্র সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। তিনি বলেন, কিউবা কোরীয় উপ্লীপের ও রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে। কিউবার এ কূটনীতিক ‘একতরফা অবরোধ’ এবং সন্ত্রাসের মদদ দাতা দেশের তালিকায় উত্তর কোরিয়াকে অন্তর্ভুক্ত করার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, মাত্র দু’দিন আগেই মার্কিন প্রশাসন পিয়ংইয়ংকে কালো তালিকাভুক্ত করে। রদ্রিগুয়িজ আরো বলেন, ‘আমরা রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং দেশের জনগণের আত্ম-সংকল্পের প্রতি আমাদের শ্রদ্ধা পুনর্ব্যক্ত এবং কোন দেশের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগ প্রত্যাখ্যান করছি।’ তিনি বলেন,এ দু’দেশের আগের প্রজন্মের নেতাদের সহযোগিতায় প্রতিষ্ঠিত বন্ধুত্বের ভিত্তিতে হাভানা ও পিয়ংইয়ংয়ের মধ্যকার সম্পর্ক সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে। রি বলেন, সাম্রাজ্যবাদী রাষ্ট্র সামরিক বাহিনীর ব্যবহার বৃদ্ধি করায় কোরীয় উপ্লীপ অঞ্চলের পরিস্থিতি ক্রমেই খারাপ ও উত্তেজনাপূর্ণ হচ্ছে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ.কোরিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ