Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকিট নিয়ে বাইরে, গ্যালারিতে টিকিটহীন

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

গ্যালারিতে যত দর্শক, বাইরেও তার দ্বিগুণ। গোটা স্টেডিয়াম এলাকা লোকে লোকারণ্য। স্টেডিয়ামের ভেতরে তিল ধারণের ঠাঁই ছিল না। খেলা শুরুর আগেই উপচেপড়া ভিড় খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামের গ্যালারিতে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার দুপুর থেকেই স্টেডিয়ামমুখী ক্রিকেটপ্রেমীদের ¯্রােতধারা অব্যাহত থাকে খেলার শেষ অবধি। গ্যালারিতে দর্শকের মহামিলন বিকেল ৩টা বাজার সাথে সাথে রূপ নিয়েছে আনন্দ-বিকেলে। গতকাল অনেকের হাতেই টিকিট আছে কিন্তু ভিতরে ঠোকার জন্য নেই ঠাঁই। এ অবস্থায় স্টেডিয়ামের ভিতর-বাইরে ছিল সমানতালে উত্তেজনাপূর্ণ। হাতে টিকিট নিয়ে বিক্ষোভ শুরু করেছেন দর্শকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন অসহায়। সরেজমিনে দেখা গেছে, গ্যালারির অনেকটা অংশজুড়েই রয়েছে টিকিটবিহীন দর্শকরা। কেউ কেউ মামা, খালু ও রাজনৈতিক পরিচয় দিয়ে ঢুকে পড়েছেন সস্ত্রীকও!
সন্ধ্যার গ্যালারিতে কৃত্রিম জোনাকি
ক্রিকেট আসর ভাঙার বেদনা খুলনাবাসীকে বেদনাহত করেছে। তাই তো বাংলাদেশ-জিম্বাবুয়ের টি-টোয়েন্টির ৪র্থ বা শেষ ম্যাচ চলাকালে শুক্রবার সন্ধ্যার সাথে সাথে দর্শকরা হাতের স্মার্টফোনগুলোর লাইট জ্বেলে অভিবাদন। জিম্বাবুয়ে ও টিম বাংলাদেশকে ছাড়িয়ে এ অভিবাদন বার্তা মিডিয়ার কল্যাণে বিশ্বদরবারে পৌঁছেছে। এসময় টিভি স্কিনে বার বার ভেসে উঠে দর্শকদের কৃত্রিম জোনাকি পোকার আলো জ্বালানোর দৃশ্যটি। এ যেন শেষ হইয়াও হলো না শেষ। এমনি বার্তা...!

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকিট নিয়ে বাইরে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ