Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ প্রদান ও শপথ পড়াতে পারবেন- আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৭, ২:৫৭ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধান বিচারপতি- ‘বিচারপতি নিয়োগ ও শপথ’ পড়াতে পারবেন।
বৃহস্পতিবার সকালে বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারপতিদের নিয়োগ এবং শপথ পড়ানো বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, আমাদের সংবিধানের ৯৭ অনুচ্ছেদে বলা আছে- একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি একজন প্রধান বিচারপতির ‘অনুরূপ’ দায়িত্ব পালন করতে পারবেন। ‘অনুরূপ’ বলতে একজন প্রধান বিচারপতি যা করতে পারতেন, তাই তিনি করতে পারবেন।
এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালে তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হাবিবুর রহমান বিচারপতি নিয়োগও দিয়েছেন, শপথও পড়িয়েছেন।
সম্প্রতি প্রধান বিচারপতির অনুপস্থিতিতে বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও শপথবাক্য পাঠা করানো বিষয়ে কি সিদ্ধান্ত আসবে তা নিয়ে আলোচনা চলছিল। এসবের মধ্যেই আজ আইনমন্ত্রী এ মন্তব্য করলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ