Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুয়েতের রাষ্ট্রদূত হচ্ছেন ব্যবসায়ী কালাম

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এস এম আবুল কালামকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (রোববার) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কালাম চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অগ্রণী ব্যাংকের পরিচালক ছাড়াও তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সদস্য ছিলেন।
বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম।
এস এম আবুল কালাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুয়েতের রাষ্ট্রদূত হচ্ছেন ব্যবসায়ী কালাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ