গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
খুলনা ব্যুরো : খুলনায় ট্রেনে কাটা পড়ে শাহিন খান (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। খুলনা নগরীর দৌলতপুর বাজার রেল ক্রসিংয়ে গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। শাহিন নগরীর আঞ্জুমান রোডে একটি বাড়িতে ভাড়া থাকতেন। তিনি শ্রবণ প্রতিবন্ধী ছিলেন। দৌলতপুর থানার এএসআই মেহেদী হাসান জানান, শাহিন রেলক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া কপোতাক্ষ মেইল ট্রেনে কাটা পড়ে নিহত হন। শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। জিআরপি থানার এসআই গোবিন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।