Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে ঠেকাতে রাজপথ অবরোধ

অরিজোনায় ট্রাম্পবিরোধী বিক্ষোভের সময় তিনজন গ্রেফতার

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান দলের এগিয়ে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশমুখী একটি মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল ট্রাম্প-বিরোধীরা। গত শনিবার অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের বাইরে একটি মহাসড়কে এ ঘটনা ঘটে। এখান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ম্যারিকোপা কাউন্টি পুলিশ। এছাড়া একই দিন নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে ট্রাম্প টাওয়ারের সামনেও ট্রাম্প-বিরোধীরা বিক্ষোভ প্রদর্শন করে। সেখানে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন বিক্ষোভকারীদের কয়েকজন।
টেলিভিশনের খবরে ফিনিক্সের ঘটনার ফুটেজে দেখা যায়, ডাম্প ট্রাম্প বা ট্রাম্পকে বন্ধ কর স্লোগান লেখা প্লাকার্ড হাতে বহু ট্রাম্প-বিরোধী মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দিচ্ছেন। এরপর প্রতিবাদকারীরা মহাসড়কটি ধরে মিছিল করে সামনের দিকে এগিয়ে যায়। পরে এদের একটি অংশকে অ্যারিজোনার ফাউন্টেন হিলে ট্রাম্পের সমাবেশের দিকে এগোতে দেখা যায়। ওই সময় ট্রাম্প সমাবেশস্থলে ছিলেন না। এই কাউন্টির শেরিফ জো আরপাইও যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির অতি-পরিচিত সমালোচক ও ট্রাম্পের কট্টর সমর্থক।
নিউজ ওয়েবসাইট অ্যারিজোনা সেন্ট্রালের ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একটি ট্রাক প্রতিবাদকারীদের বড় একটি দলের ভিতর দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে। কাউন্টিটির পুলিশ বিভাগের কর্মকর্তাদের ট্রাকটির সামনের রাস্তা থেকে প্রতিবাদকারীদের সরিয়ে দিতে তৎপরতা চালাতে দেখা যায়। ট্রাকটি থামানোর জন্য দায়িত্ব নিতে পুলিশকে চিৎকার করে বলছিলেন এক নারী, এ সময় এক ডেপুটি শেরিফকে ওই নারীর কথায় কাঁধ ঝাঁকাতে দেখা যায়। পরে অ্যারিজোনার তাকসনে এক সমাবেশে ট্রাম্প প্রতিবাদকারীদের ভূমিকাকে লজ্জাজনক বলে অভিহিত করে পুলিশকে ধন্যবাদ দেন। উল্লাসে আত্মহারা সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি সবাই পালিয়ে গেছে, প্রতিবাদকারীরা পালিয়ে গেছে!
অপরদিকে একই দিন ট্রাম্পের নিজের শহর নিউ ইয়র্কে প্রায় এক হাজার প্রতিবাদকারী শহরের সেন্ট্রাল পার্কে ট্রাম্পের নিজস্ব ভবন ট্রাম্প টাওয়ারের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তরুণ প্রতিবাদকারীদের এ দলটি ট্রাম্পের নিন্দা জানিয়ে স্লোগান দেয় ও ট্রাম্প-বিরোধী প্লাকার্ড বহন করে। সেন্ট্রাল পার্ক থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় তাদের বাধা দিতে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন এদের কয়েকজন। পুলিশকে এখান থেকে একজনকে ধরে নিয়ে যেতে দেখা যায়। আগামী ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ট্র্রাম্পের পাল্লাই সবচেয়ে ভারী। কিন্তু ট্রাম্প তার উসকানিমূলক কথাবার্তার মাধ্যমে অস্থিরতায় ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বীরা। রিপাবলিকান দলের সম্মেলনে তাকে প্রার্থী মনোনীত করা না হলে দাঙ্গা লেগে যেতে পারে বলে চলতি সপ্তাহে সতর্ক করেছেন ট্রাম্প। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্পকে ঠেকাতে রাজপথ অবরোধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ