Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ’

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই পর্বে রিপাবলিকান পার্টির এগিয়ে থাকা প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছে। এক নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি। উটাহতে অনুষ্ঠিত এক সমাবেশে ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশে বলেন, আমরা আসলেই তৃতীয় বিশ্বের দেশে পরিণত হয়েছি। আপনারা দুবাই কিংবা চীনে গেলে তাদের সড়ক, বিশেষ করে রেলপথগুলো দেখবেন। তাদের রয়েছে উন্নত ও আধুনিক ট্রেন ব্যবস্থা, রয়েছে ঘণ্টায় শতাধিক মাইল গতিতে ছোটার মতো বুলেট ট্রেন। অথচ আপনি নিউইয়র্কে যান, সবকিছু মনে হবে ১০০ বছর আগের। তবে তিনি নিজে প্রেসিডেন্ট হলে এ অবস্থা থেকে যুক্তরাষ্ট্রের উত্তরণ ঘটবে বলে জানিয়েছেন। তিনি বলেন, আমি প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রকে আবারো মহান করে গড়ে তোলা হবে। বর্তমানের যুক্তরাষ্ট্র আমাদের স্বপ্নের মহান মার্কিন যুক্তরাষ্ট্র নয়। ট্রাম্প তার সমাবেশে আরো বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি দরিদ্র দেশ। সমর্থকদের তিনি বলেন, আমরা কতটা পিছিয়ে রয়েছি সেটা আপনারা বিশ্বাস করবেন না। তবে আবারো যুক্তরাষ্ট্রে সম্পদ ও সমৃদ্ধি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ সময় ট্রাম্প আবারো মেক্সিকো সীমান্তে বিতর্কিত দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জি-নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বের দেশ’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ