Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

শরণার্থী বহনকারী নৌকায় তুর্কি আক্রমণ

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শরণার্থী বহনকারী একটি নৌকায় তুরস্কের কোস্টগার্ড আক্রমণ চালিয়েছে। গ্রিসে যাওয়ার পথে তাদের থামাতেই এমনটি করা হয়েছে। নৌকাটিতে সিরিয়া, ইরাক ও কঙ্গোসহ বিভিন্ন দেশের প্রায় ৪০ জন নাগরিক ছিলেন। চ্যানেল ফোরের ভিডিও ফুটেজে দেখানো হয়, তুরস্কের কোস্টগার্ড নৌকাটির ইঞ্জিন বন্ধ করতে একটি লাঠি দিয়ে বার বার আঘাত করে। এ সময় একজন নারী মাথায় আঘাত পান। ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়, এ ধরনের অভিযোগ শরণার্থীদের প্রতি তুরস্কের আচরণকে প্রশ্নবিদ্ধ করবে। যদিও প্রায় ২৭ লাখ শরণার্থী আশ্রয় দিয়ে তুরস্ক আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। ইউরোপে শরণার্থীর চাপ বেড়ে যাওয়ায়, ইউরোপিয় ইউনিয়ন তুরস্ককে অব্যাহতভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছে। তুরস্ক সরকার অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে লাঠি দিয়ে নৌকায় আঘাত করার বিষয়টি স্বীকার করে তুরস্ক জানায়, সতর্ক করতেই এমনটি করা হয়েছিল। ইন্ডিপেন্ডেন্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শরণার্থী বহনকারী নৌকায় তুর্কি আক্রমণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ