Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এক সপ্তাহে রাশিয়া বিমান হামলা চালায়নি

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়া থেকে রাশিয়া তাদের অধিকাংশ যুদ্ধবিমান প্রত্যাহার করে নিয়েছে। তারা গত সপ্তাহে সিরিয়ায় কোন বিমান হামলা চালায়নি। গত শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর এক মুখপাত্র একথা জানান।ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের যোদ্ধাদের কাছ থেকে প্রাচীন পালমিরা নগরী দখলমুক্ত করার জন্য সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানকে সহায়তা করতে রাশিয়ার সামরিক বাহিনী তাদের যুদ্ধবিমান দিনে প্রায় ২৫ বার আকাশে ওড়ে বলে যে কথা বলেছে সেক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর বক্তব্য ভিন্ন । মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র কর্ণেল প্যাট্রিক রাইডার জানান, পালমিরা অঞ্চলে কিছু গোলাবর্ষণ করা হয়। রাশিয়ার গোলন্দাজ বাহিনী এসব হামলা চালায় বলে তারা মনে করে। সাংবাদিকদের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় রাইডার বলেন, গত সপ্তাহে রাশিয়াকে সিরিয়ায় কোন বিমান হামলা চালাতে দেখা যায়নি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক সপ্তাহে রাশিয়া বিমান হামলা চালায়নি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ