Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউ-তুরস্ক চুক্তির পর গ্রিসে শরণার্থীদের ঢল

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : শরণার্থী সংকট নিরসনে ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের মধ্যকার চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার পর বিপুল পরিমাণ মানুষের ঢল নেমেছে গ্রিসে। আর এজন্য ওই চুক্তি কার্যকর করতে সময় লাগবে বলে জানিয়েছে গ্রিস কর্তৃপক্ষ। চুক্তির আওতায় এখন যদি কোনও শরণার্থী গ্রিসে প্রবেশ করে আশ্রয়ের আবেদন না করেন, অথবা সেই আবেদন খারিজ করা হয় তাহলে তাকে তুরস্কে ফেরত পাঠানো হবে। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন শহরে এই চুক্তির বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোবে রাস্তায় নেমে পড়েছে।
চুক্তি অনুসারে প্রত্যেক সিরীয়কে তুরস্কে ফেরত পাঠানো হবে এবং সেখানে তার থাকার ব্যবস্থা করা হবে ইইউর তত্ত্বাবধানে। কিন্তু চুক্তির বাস্তবায়ন নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ওই শরণার্থীদের কিভাবে ফেরত পাঠানো হবে, সে সম্পর্কে এখনও গ্রিস কর্তৃপক্ষ নিশ্চিত নয়। প্রায় ২ হাজার ৩০০ বিশেষজ্ঞের একটি দল গ্রিসে পাঠানো হচ্ছে কর্তৃপক্ষকে সহযোগিতার জন্য। চুক্তি অনুযায়ী জীবনের ঝুঁকি নিয়ে সাগর পারি দেওয়াকে নিরুৎসাহিত করা হবে। এর বিনিময়ে তুরস্ককে আর্থিক এবং রাজনৈতিক সুবিধা দেওয়া হবে।
গ্রিসের শরণার্থী বিষয়ক মুখপাত্র জিওর্জস কিরিতসিস সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, এমন একটি পরিকল্পনা ২৪ ঘন্টার মধ্যেই বাস্তবায়ন সম্ভব নয়। গ্রিস কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার অন্তত দেড় হাজার শরণার্থী গ্রিস সীমান্তে প্রবেশ করেছেন। যা অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। তুরস্কের আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, চুক্তি কার্যকরের মাত্র কয়েক ঘন্টা আগে চার বছরের এক শিশু সাগরে ডুবে মারা যায়। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ-তুরস্ক চুক্তির পর গ্রিসে শরণার্থীদের ঢল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ