মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনা শীর্ষ পরিকল্পনাকারীরা বিদেশী কোম্পানিগুলোকে চীনের বাজারে প্রবেশ করতে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রীয়ভাবে রোববার এক সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় চীন সরকারের শীর্ষ প্রতিনিধি ঝু শাওসি বলেন, চীনে ব্যবসা করার ক্ষেত্রে দুটি বাধা অপসারণ করা হবে এবং বিভিন্ন শর্তাদি আরও শিথিল করা হবে। সপ্তাহান্তের এই সম্মেলনে চীনের অতিথিশালা বিদেশী ব্যবসায়ী প্রতিনিধিদের মন কাড়ে। তারা অনুধাবন করতে চায়, ২০২০ সাল নাগাদ চীনের উন্নয়ন পরিকল্পনাকে কি ভাবে এগিয়ে নিয়ে যাবে দেশটির কমিউনিস্ট সরকার। তবে বিদেশী এসব ব্যবসায়ী অভিযোগ করেছে, বাজারনির্ভর সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতি দিলেও চীনা কর্তৃপক্ষ প্রযুক্তিনির্ভর এবং সম্ভাবনাময় শিল্পের ব্যাপারে বাধা হয়ে আছে। ফক্স নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।