Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রেফতারকৃত প্যারিস হামলাকারী আত্মহত্যা করতে চেয়েছিলেন

প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্যারিস হামলার পর সালাহ আবদেস সালাম নিজেকে বোমায় উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু পরে মত পরিবর্তন করেন। ধরা পড়ার পর বেলজিয়ামের তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের জবাবে এ কথা জানিয়েছেন নভেম্বরে সংঘটিত ভয়াবহ প্যারিস হামলার মূল হোতা। গ্রেফতারের পর বেলজিয়ামে সালাহ আবদেস সালামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, আবদেস সালাম তদন্তকারীদের সহায়তা করতে রাজি আছেন। কিন্তু তাকে ফ্রান্সে পাঠানোর চেষ্টা হলে তিনি তার বিরোধিতা করবেন। গত শুক্রবার বিকালে অনেকটা নাটকীয়ভাবেই গুলিবিদ্ধ অবস্থায় ব্রাসেলস থেকে তাকে গ্রেফতার করা হয়। বিগত চার মাস ধরে পলাতক সালাহ আবদেস সালামকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিল। ফরাসি আইনজীবীরা বলছেন, প্যারিস হামলায় আত্মঘাতী বোমা হামলাকারী দলের সমন্বয়ক এবং পুরো হামলার প্রস্তুতির দায়িত্ব পালন করেন সালাহ আবদেস সালাম। ফরাসি আইনজীবী ফাঁসোয়া মঁলা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তদন্তকারীদের জিজ্ঞাসাবাদে সালাহ আবদেস সালাম স্বীকার করেছেন, তিনি নিজেকে বোমায় উড়িয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু পরে মনোভাব পাল্টান। তবে তার দেয়া তথ্য সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে বলেও তিনি জানান। তদন্তকারীরা আশা করছেন, তার কাছ থেকে ইসলামিক স্টেটের নেটওয়ার্কের বিষয়ে অনেক তথ্য পাওয়া যাবে। বিশেষ করে প্যারিস হামলায় গাড়ি ও রুম ভাড়া, স্তেদ দ্য ফ্রান্স স্টেডিয়ামে হামলাকারীদের ঢোকার ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন বলে জানা গেছে। এদিকে তাকে গ্রেফতারের পর বেলজিয়ামের সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে। কারণ তার অনেক সহযোগী হয়তো বেলজিয়াম ছেড়ে পালানোর চেষ্টা করতে পারে বলে ইন্টারপোল আশঙ্কা করছে। গত নভেম্বরে প্যারিসের ওই হামলায় ১৩০ জন নিহত হয়। এরপর থেকেই সালাহ আবদেস সালামকে খুঁজছিল ইউরোপের পুলিশ। ২৬ বছর বয়সী সালাহ আবদেস সালাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছেন। সেখান থেকে গিয়েই তিনি প্যারিসে হামলা চালিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে। হামলার পর তিনি আবার বেলজিয়ামে ফিরে আসেন এবং ব্রাসেলসের একটি ফ্ল্যাটে আত্মগোপন করেছিলেন বলে পুলিশ জানিয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতারকৃত প্যারিস হামলাকারী আত্মহত্যা করতে চেয়েছিলেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ