পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দু’টি কনভয় বিস্ফোরণে আক্রান্ত হয়েছে। এতে ৩টি সামরিক ট্রাক ক্ষতিগ্রস্ত ও একজন সৈন্য আহত হয়। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্র গেøাবাল নিউ লাইট অব মিয়ানমার শুক্রবার জানায়, বুধবার সকালে ৭টি সামরিক ট্রাকের একটি কনভয় মধ্য রাখাইনের মিনবিয়া শহরতলীতে পৌঁছলে ৩টি স্থলমাইন বিস্ফোরিত হয়। এতে ৩টি সামরিক ট্রাক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পত্রিকা বলে, সেনা কনভয়কে লক্ষ্য করেই এ মাইন বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা করা হচ্ছে।
দিনের শেষভাগে ভেথালি গ্রামের কাছে ৭টি সামরিক ট্রাকের আরেকটি কনভয় যাওয়ার সময় আরেকটি স্থলমাইন বিস্ফোরণ ঘটে। এত একজন পথচারী আহত হয়। তবে সামরিক ট্রাকগুলোর কোনো ক্ষতি হয়নি।
এ হামলা কারা চালিয়েছে তা জানা যায়নি। এ বছর ঐ এলাকায় আরো কিছু স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। বিভিন্ন খবরে এবং মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিমরা জানায়, তাদের চলাচল বা বাংলাদেশ থেকে ফিরে যাওয়া বাধাগ্রস্ত করতে দেশটির সেনাবাহিনী বিভিন্ন এলাকায় অসংখ্য স্থলমাইন পুঁতে রেখেছে। বেশ কিছু রোহিঙ্গা মুসলিম মাইন বিস্ফোরণে আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তবে কনভয়ে বিস্ফোরিত মাইন সেগুলোর অন্যতম কি না তা জানা যায়নি।
পত্রিকা আরো জানায়, পৃথক ঘটনায় মিয়ানমার নিরাপত্তা বাহিনী আগস্ট মাসের হামলার সাথে জড়িত সন্দেহে ১৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস-দমন আইনে অভিযোগ আনা হয়েছে।
জাতিসংঘ স্টাফ ও সাহায্যকর্মীরা জানান, অধিকতর শান্ত এলাকার বৌদ্ধ গ্রামবাসীরা জাতিগত বিদ্বেষের নতুন পন্থা বলবত করায় উত্তর রাখাইনের নতুন নতুন এলাকায় সহিংসতার বিস্তার ঘটার আশঙ্কা করা হচ্ছে। এ নতুন পন্থায় সংখ্যালঘু মুসলিমদের সাথে যারা ব্যবসা-বাণিজ্য করবে তাদের তাদের শাস্তি দেয়া হবে।
আগস্ট মাসে রাখাইনে কয়েকটি পুলিশ চৌকিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) হামলার পর মিয়ানমার সৈন্য ও বৌদ্ধ উগ্রপন্থীরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ উত্তর রাখাইনে হত্যা ও ধ্বংসের নিষ্ঠুর জাতিগত নিধন অভিযান শুরু করে। তাদের হত্যা, ধর্ষণ ও পোড়ামাটি নীতির ফলে আগস্ট থেকে এ পর্যন্ত ৬ লাখেরও বেশী রোহিঙ্গা মুসলমান মাতৃভ‚মি ত্যাগ করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।