Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে -মেয়র নাছির

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে পর্যটনের অফুরান সম্ভাবনা রয়েছে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। তিনি চট্টগ্রাম অঞ্চলকে একটি ট্যুরিস্ট হাব ঘোষণারও দাবি জানান। গতকাল (বৃহস্পতিবার) নগরীর পেনিনসুলা হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনকালে এ দাবি জানান মেয়র। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে নিয়ে এতদ্বঞ্চলের পর্যটনের উন্নয়নে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী ড. মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক অর্জুন দাস, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মোঃ মুসলিম। মেলা আগামীকাল শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় কোন প্রবেশ মূল্য নেই। প্রতিদিন দর্শনার্থীদের জন্য থাকবে সিঙ্গাপুর, কলকাতা ও ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বিমান টিকেটসহ আকর্ষণীয় র‌্যাফেল প্রাইজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ