Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা নৃশংসতার জবাবদিহিতা নিশ্চিত করা হবে : ট্রাম্প

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট সহিংসতা নিরসনের চেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই রাজ্যে ঘটে যাওয়া নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। ট্রাম্প বলেন, মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর হামলার শিকার হয়ে কমপক্ষে ছয় লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে- এমন কিছু মানবিক ইস্যুতে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। গত মঙ্গলবার আশিয়ান জোটভুক্ত রাষ্ট্র ও এ অঞ্চলের দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। আশিয়ান জোটের বাইরেও ভারত, অস্ট্রেলিয়া, জাপান, চীন ও রাশিয়ার নেতারা এসময় উপস্থিত ছিলেন। ফিলিপাইনের ম্যানিলায় পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর এ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, সহিংসতা নিরসনের সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এছাড়াও সেখানে ঘটে যাওয়া নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং শরণার্থীদের স্বেচ্ছায় ও নিরাপদে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র। তিনি বলেন, মিয়ানমারের সরকারের প্রতিশ্রতিগুলোকে আমরা স্বাগত জানাই। এছাড়া, রাখাইন রাজ্য নিয়ে আনান কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সমর্থন দিতেও আমরা প্রস্তুত। আশিয়ান সম্মেলনে নেতাদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজের সময় দেওয়া বক্তৃতায় ট্রাম্প এসব কথা বলেন। এসময় কোনও গণমাধ্যমের উপস্থিতি ছিল না। পরে নিজ দেশে ফিরে যাওয়ার সময় তার সফরসঙ্গী সাংবাদিকদের তিনি এর লিখিত কপি দিয়েছেন। সিএনএন, রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ