Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তিত নন হাতুরুসিংহে

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ব্যাঙ্গালুরু (ভারত) থেকে : পাকিস্তানের কাছে হেরে বাংলাদেশ দল যখন কলকাতা থেকে ব্যাঙ্গালুরুতে, তখন ধর্মশালায় নিউজিল্যান্ডের কাছে হেরে একই ভেন্যুতে অস্ট্রেলিয়া দল। দু’দলের কাছে আগামীকালের এই ম্যাচটি সেমির লড়াইয়ে টিকে থাকার। তবে গত অক্টোবরে বাংলাদেশে নির্ধারিত টেস্ট সিরিজ নিরাপত্তার অজুহাতে স্থগিত করায় অস্ট্রেলিয়ার দম্ভোক্তির জবাব দেয়ার পরীক্ষাও বটে বাংলাদেশ দলের। তবে এমন পরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে অবৈধ বোলিংয়ের দায়ে তাসকিন,আরাফাত সানির টি-২০ বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল, আইসিসির রিপোর্ট প্রকাশের আগে তা কিন্তু ঘূণাক্ষরেও টের পাওয়া যায়নি। বরং টি-২০ বিশ্বকাপে টি-২০ স্পেশালিস্ট ব্রাড হাডিন, ম্যাথু ওয়েডকে বাইরে রেখে, পিটার নেভিলের মতো ক্রিকেটারকে দলের সঙ্গে এনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলই যে ছন্নছাড়া একটি দলে রূপ পেয়েছে, তাতে বরং দারুণ কিছুর স্বপ্ন দেখছেন বাংলাদেশ কোচ হাতুরুসিংহেÑ ‘অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল। একটা বিষয় আমি লক্ষ করেছি যে, ওরা নিজেদের কম্বিনেশন নিয়ে নিশ্চিত নয়। তারা নিশ্চিত, তারা কি করতে যাচ্ছে। কিন্তু এ টুর্নামেন্টে তাদের কম্বিনেশনের দিকে তাকান। এটা আমাদের জন্য আগের ম্যাচের চেয়ে ভাল কিছু সুবিধা করে দিতে পারে।’
চলমান টি-২০ বিশ্বকাপে ২০০ চেজ করে জিতেছে ইংল্যান্ড, ২০০ স্কোর হয়েছে আরো। ব্যাঙ্গালুরুর পরিচিত ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সেখানে ১৮০ স্কোরকেই নিরাপদ মনে করছেন হাতুরুসিংহেÑ ‘এখানে আমরা বোলিংয়ে কিছুটা বেশি পেস আশা করছি। বলও ব্যাটে আসবে। এটা বড় স্কোরের ম্যাচ হবে। ১৮০ ভালো স্কোর হবে। হ্যাঁ, এটা ভালো ব্যাটিং উইকেট। এখানকার কন্ডিশন একটু আলাদা, প্রতিটি দলকেই চ্যালেঞ্জের মুখে ফেলবে। এটা অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি।’
প্রশ্নটা উঠেছে, তাহলে কি ২০০ স্কোর করার মতো সামর্থ্য আপাতত নেই বাংলাদেশ দলের? পরিস্থিতির বাস্তবতায় হাতুরুসিংহের উত্তরÑ ‘২০০ রান মোকাবেলা করা সবসময় কঠিন। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং মনস্থ করতে হবে। আমি আশা করি, একদিন আমরা ঠিকই করব (২০০ রান), যা আমরা এখনো করতে পারিনি। তাই আমরা পাঁচ বোলার খেলাই, প্রতিপক্ষকে কম রানে আটকে রাখতে। এটা আমাদের ম্যাচের পরিকল্পনা। যদি প্রতিপক্ষ ২০০ করে ফেলে আমাদের লড়াই করা ছাড়া কোনো সুযোগ নেই।’
রানে নেই মুশফিকুর রহীম। টি-২০ বিশ্বকাপে সর্বশেষ চার ম্যাচে রানের সমষ্টি তার মাত্র ৩৪। মুশফিকুরের এই অফ ফর্মের কারণও খুঁজে পেয়েছেন হাতুরুসিংহে- ‘মুশির একটা ব্যাপার হলো, কোনো কিছু ঠিক না হলে ও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। অনেক বেশি ভাবে। এতে অনেক সময় ভাবনা জট পাকাতে পারে। এ মুহূর্তে মুশির আত্মবিশ্বাস একটু কম আছে। একটা ভালো ইনিংস খেললেই সেটা ফিরে আসবে। আজ (গতকাল) নেট সেশনটি খুব ভালো কেটেছে ওর, দারুণ ব্যাটিং করেছে। আশা করি দ্রæতই রান করতে দেখা যাবে ওকে।’
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৮ রানের ইনিংসটি বাদ দিলে সৌম্যের ইনিংসগুলোও মন ভরাতে পারেনি। তারপরও সৌম্যের হয়েই ওকালতি করেছেন হাতুরুসিংহেÑ ‘এশিয়া কাপের ফাইনালে উঠতে পাকিস্তানের বিপক্ষে যে ম্যাচটি জিতেছি, ওই ম্যাচটি কিন্তু তার জন্যই জিতেছি। খুব বেশি দূরের কথা নয়, মাত্র ৪ ম্যাচ আগের ঘটনা।’
গত পরশু ৪ ওভার বোলিং করেছে মুস্তাফিজুর, গতকালও করেছে মুস্তাফিজুর নেটে ৪ ওভার। তার বোলিংয়ের সময় তীক্ষè দৃষ্টি ছিল কোচিং স্টাফের সবার। পুরোপুরি ফিট মুস্তাফিজুরকে দেখা যাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে, সে আভাস দিয়েছেন হাতুরুসিংহেÑ ‘সে এখন যথেষ্ট ফিট। সে আজ বোলিং করেছে, আগামীকাল সে কতটা বোলিং করতে পারে, সেদিকেই তাকিয়ে আমরা। ফিজিও তার ব্যাপারে আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছে। বলেছে সে যথেষ্ট ফিট।’ টি-২০ বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের অনিয়ন্ত্রিত বোলিংয়ের কারণ হিসেবে মুস্তাফিজুরের অভাব অনুভ‚ত হয়েছে। তার সঙ্গে দ্বিমত নেই হাতুরুসিংহের। তবে টি-২০ বিশ্বকাপের চলমান আসরে হয়ে যাওয়া সব ক’টি ম্যাচেই মুস্তাফিজুরের অভাব অনুভ‚ত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কোচÑ ‘মুস্তাফিজ মানের বোলারকে যে কোনো ম্যাচে মিস করলে সে শূন্যতা অনুভব হবেই। সে থাকলে ওই ম্যাচে ব্যতিক্রম কিছু হতো, তা বলব না। তবে অবশ্যই কোয়ালিফাইং ম্যাচে তাকে মিস করেছি। মুস্তাফিজুরকে ফেরত পাঠালে তাকে পেতাম না। এটাই আইন। সেই আইনই মেনে চলেছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়াকে নিয়ে চিন্তিত নন হাতুরুসিংহে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ