নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সিলেট পর্ব শেষে আজ থেকে ‘উত্তরবঙ্গ ডার্বি’ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ফাইভের ঢাকা পর্ব। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর ১টায় মুখোমুখি হবে গত আসরের রানার্সআপ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। সিলেট পর্বে ২টি ম্যাচ খেললেও, কোন জয়ের স্বাদ পায়নি রাজশাহী। আর ২ ম্যাচে অংশ নিয়ে ১টিতে জয় তুলে নেয় রংপুর।
গত ৪ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হয় বিপিএলের পঞ্চম আসর। সিলেটে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ছয় ফ্র্যাঞ্চাজির মধ্যে সিলেটে সবচেয়ে ম্যাচ খেলে স্বাগতিকরা। অন্যান্য সকল দল ২টি করে ম্যাচ খেলার সুযোগ পায়। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচেও এবারের প্রথম ‘উত্তরবঙ্গ ডার্বি’তে মুখোমুখি হয়েছিলো রাজশাহী ও রংপুর। প্রথম দেখায় রাজশাহীকে ৬ উইকেটে হারিয়েছিলো রংপুর। প্রথমে ব্যাট করা রাজশাহীর ১৫৪ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে রংপুর। ঢাকা পর্বের প্রথম ম্যাচে এবার লড়বে তারা। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে হারের স্বাদ নেয় রংপুর। চিটাগং ভাইকিংসের কাছে ১১ রানে হারে তারা। চিটাগং-এর ৪ উইকেটে ১৬৬ রানের জবাবে ৮ উইকেটে ১৫৫ রান করতে সমর্থ হয় রংপুর। হার দিয়ে সিলেট পর্ব শেষ করলো, ঢাকায় আবারো জয়ের ধারায় ফেরাই প্রধান লক্ষ্য মাশরাফির রংপুরের।
সিলেটে ব্যর্থ হলেও, ঢাকায় ঘুড়ে দাঁড়ানোর প্রত্যাশা রাজশাহীর। সিলেটে রংপুরের কাছে ৬ উইকেটে এবং সিলেটের কাছে ৩৩ রানে হেরেছিলো তারা। তাই শুন্য হাতে ঢাকা পর্ব শুরু করতে হচ্ছে রাজশাহীকে। ঢাকায় রাজশাহীর সর্বমোট ৫টি ম্যাচ। তারা চাইবে এখান থেকে শতভাগ জয় তুলে নিতে। যাতে সিলেট পর্বের হতাশা ভুলতে পারে। ঢাকা পর্বে ভালো খেলতে হবে ব্যাটসম্যান-বোলারদের পাশাপাশি ফিল্ডিং-এ ভালো করতে হবে রাজশাহীকে। কারণ রংপুরের কাছে প্রথম ম্যাচে ফিল্ডারদের ভুলের কারনেই ম্যাচ হারতে হয়েছে ড্যারেন সামির দলকে।
এদিকে নিদের অপর হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যা ৬টায় লড়বে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও এবারের আসরের নতুন দল সিলেট সিক্সার্স। সিলেট পর্বে ৪টি ম্যাচে অংশ নিয়ে ৩টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে সিক্সার্স। তবে ২ ম্যাচে অংশ নিয়ে ১টিতে জয় তুলে নিয়েছে ঢাকা।
গত ৪ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু হয় বিপিএলের পঞ্চম আসর। ঐ দিনই টুর্নামেন্টের উদ্বোধণী ম্যাচে ঢাকার মুখোমুখি হয় সিলেট। দুই বিদেশী ওপেনার শ্রীলংকার উপুল থারাঙ্গা ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচারের উদ্বোধনী জুটিতে ১২৫ রানের কল্যাণে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয় সিলেট। প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী হয়ে উঠে সিলেট, তাই পরের দুই ম্যাচে উজ্জল পারফরমেন্স করে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৪ উইকেটে এবং রাজশাহী কিংসকে ৩৩ রানে হারায় সিলেট। টানা তিন ম্যাচ জিতে শতভাগ সাফল্য নিয়ে খুলনা টাইটান্সের মুখোমুখি হয় সিলেট। কিন্তু নিজেদের চতুর্থ ম্যাচে খুলনার কাছে ৬ উইকেটে হেরে যায় স্বাগতিকরা। তারপরও তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ঢাকা পর্ব শুরু করবে সিলেট। এখানেও ভালো করার লক্ষ্য সিলেটের।
গতবারের মত এবারের আসরেও শক্তিশালী দল ঢাকা ডায়নামাইটস। কিন্তু এবারের আসরের শুরুটা ভালো হয়নি তাদের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সিলেটের কাছে হেরে যায় ঢাকা। ৯ উইকেটের বড় ব্যবধানে স্বাগতিক সিলেটের কাছে হার মানে ঢাকা। সিলেটের কাছে হারলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচেই জ্বলে উঠে ঢাকা। খুলনা টাইটান্সের বিপক্ষে ৬৫ রানের জয় পায় ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের ওপেনার এভিন লুইস ও দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ডেলপোর্টের বিধ্বংসী ব্যাটিং-এ ৭ উইকেটে ২০২ রান করে ঢাকা। জবাবে ১৩৭ রানেই গুটিয়ে যায় খুলনা। লুইস ৪০ বলে ৬৬ ও ডেলপোর্ট ৩১ বলে ৬৪ রান করেন।
সিলেট পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচের মত উজ্জল পারফরমেন্স নিজেদের ভেন্যুতে ধরে রাখার মিশন ঢাকার। সেই সাথে সিলেটের বিপক্ষে জয় দিয়ে প্রতিশোধ নেয়ার লক্ষ্যও থাকবে সাকিবের দলের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।