পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগে ইরানের ওপর নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের আহŸান জানিয়েছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। সা¤প্রতিক সময়ে রিয়াদে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা নিয়ে সউদী আরব এবং ইরানের মধ্যে বাকবিতÐা বিপজ্জনক মোড় নিয়েছে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান ইয়েমেনি হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যত সউদী আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গত বৃহস্পতিবার মার্কিন টেলিভিশন সিএনবিসিকে দেয়া এক সাক্ষাতকারে আদেল আল জুবেইর বলেন, ইরানই একমাত্র দেশ যারা সন্ত্রাসকে পৃষ্ঠপোষকতা করছে। তিনি ইরানের পরমাণু কর্মসূচি এবং লেবাননের শিয়া গ্রæপ হিজবুল্লাহর প্রতি সমর্থনের কারণে ইরানের সমালোচনা করেছেন। জুবেইর বলেন, আমরা চাই সন্ত্রাসে সহায়তা এবং জাতিসংঘের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নীতি অমান্যর জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক। সরাসরি ইরানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন কিনা এমন প্রশ্নের জবাবে জুবেইর বলেন, আমরা তেমনটা আশা করছি না। স¤প্রতি লেবাননের প্রেসিডেন্ট সাদ হারিরির পদত্যাগের পর থেকে সউদীর ওপর অভিযোগ উঠেছে যে হারিরিকে বন্দী করে তাকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছে রিয়াদ। কারণ রিয়াদে বসেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী। শুধু তাই নয় হারিরির এই পদত্যাগকে কেন্দ্র করে হিজবুল্লাহ সংগঠন এবং ইরানকে চাপ প্রয়োগ করার পরিকল্পনা করছে বলেও সউদীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এমন গুঞ্জনের মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের আহŸান জানিয়েছেন সউদীর পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি হিজবুল্লাহর ওপর কোনো পদক্ষেপ নেয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে জুবেই বলেন, এই সংগঠনকে কিভাবে দমন করা যায় সে বিষয়ে বিভিন্ন বিকল্প খুঁজছে সউদী। তিনি সিএনবিসিকে বলেন, আমরা লেবাননকে এমন একটি প্লাটফর্মে তৈরি হতে দেব না যা সউদী আরবের জন্য ক্ষতিকর হয়। হিজবুল্লাহর নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে লেবাননের লোকজনকে সউদী সহায়তা করতে চায় বলেও উল্লেখ করেন তিনি। আল-জাজিরা, সিএনবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।