গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট অফিস : সিলেট নগরীর টিলাগড় রাজপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওইসব বাড়ির লোকজনের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কারসহ নগদ ৭৫ হাজার টাকা লুটে নিয়ে গেছে। গতকাল শনিবার ভোর রাতে রাজপাড়াস্থ মুজিবুর রহমান বাবুল বেগের সুরভী ৪নং বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার ভোর রাতে দিকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতরা প্রথমে তার বাড়ির দরজা ভেঙে ভেতর প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা তাদের মারধর করে এবং প্রায় ঘণ্টাব্যাপী তার বাড়িতে তাÐব চালায়। একপর্যায়ে ডাকাতরা ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা, স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালপত্র লুটে নেয়। এছাড়াও বাড়ির বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে। শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি জানান, রাজপাড়াস্থ মুজিবুর রহমান বেগের বাসায় ডাকাতি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।