চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
আল কোরআন
আল্লাহর দয়া
(হে মোমেনরা), যদি তোমাদের ওপর আল্লাহর তায়ালার অনুগ্রহ ও তার দয়া না থাকতো (তাহলে তোমরা এসব নীতিমালা থেকে মাহরুম থেকে যেতে) অবশ্যই আল্লাহ তায়ালা হচ্ছেন মহান তাওবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞাময়।
-সূরা আন নূর: আয়াত ১০
আল হাদীস
হযরত শাহর ইবনু হাওশাব (রা.) থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি হযরত উম্মে সালামা (রা.) কে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মু’মিনীন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আপনার কাছে অবস্থান করতেন, তখন বেশির ভাগ সময় তিনি কি দু’আ করতেন? জবাবে তিনি বললেন, বেশির ভাগ সময় তিনি এই বলে দু’আ করতেন, ‘ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবী আলা দ্বীনিক’Ñ হে হৃদয়সমূহকে ঘুরিয়ে দেবার অধিকারী আল্লাহ আমার হৃদয়কে তোমার দ্বীনের ওপর অবিচলভাবে প্রতিষ্ঠিত রাখ। (তিরমিযী)
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।