Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পকে আঙুল দেখিয়ে চাকরি হারালেন নারী

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যম আঙুল দেখিয়ে চাকরি হারিয়েছেন জুলি ব্রিসকম্যান নামের এক নারী। তিনি আকিমা এলএলসি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। বিবিসি’র খবরে বলা হয়, গত ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি রিসোর্টে গলফ খেলতে গিয়েছিলেন ট্রাম্প। গলফ মাঠের কাছেই গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখান দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন জুলি। ট্রাম্পের গাড়িবহর দেখে হাতের মধ্যমা প্রদর্শন করেন তিনি। আঙুল প্রদর্শনকে পশ্চিমা বিশ্বসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অশ্লীল অঙ্গভঙ্গি হিসেবে ধরা হয়। ওই দিন ক্যামেরায় ধারণ করা আঙুল দেখানোর একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জুলি। পরে সেটি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে হাফিংটন পোস্টকে জুলি বলেন, গণমাধ্যমসহ বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়ার বিষয়টি তাঁর প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগকে জানান। এর একদিন পরেই তাঁকে একটি বৈঠকে ডাকে আকিমা এলএলসি। জুলির ওই ভঙ্গিকে ‘আপত্তিকর’ ও ‘অশ্লীল’ বলে আখ্যায়িত করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে জুলি আকিমা এলএলসির কর্মকর্তাদের জানান, ছবিটি তিনি অফিসের কর্মঘণ্টার পরে তুলেছিলেন এবং ফেসবুক পোস্টে তাঁর প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট কারো নাম উল্লেখ করেননি। হাফিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ