Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

উ. কোরিয়াকে নিরাপত্তা পরিষদের বিধিনিষেধ মেনে চলার অহ্বান মুনের

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘ মহাসচিব বান কি মুন গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিধি-নিষেধ মেনে চলার ও উস্কানিমূলক কোনো আচরু না করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে বলেন, সাম্প্রতিক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ বিভিন্ন উস্তানিমূলক কর্মকা-ের কারণে কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ডুজারিক বলেন, আমরা আবারও উত্তর কোরিয়ার প্রতি আন্তর্জাতিক বিধিনিষেধ, যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাথেও সংশ্লিষ্ট, সেসব উস্কানিমূলক ও প্রতিহিংসামূলক কর্মকা- না চালানোর আহ্বান জানাচ্ছি। উত্তর কোরিয়া গত বৃহস্পতিবার সকালে পূর্ব সাগরে মাঝারি পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে সংবাদ প্রকাশ করে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ। উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালায় এবং জাতিসংঘ পিংয়ইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করে। যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের বৈঠকে শুক্রবার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি তুলে ধরে। এর আগে এ মাসের প্রথমদিকে ১৫ জাতির নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করে। সিনহুয়া।



 

Show all comments
  • Rupom ২০ মার্চ, ২০১৬, ১০:১৮ এএম says : 0
    এটা নিরাপত্তা পরিষদ না .. এটা আমেরিকান পরিষদ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উ. কোরিয়াকে নিরাপত্তা পরিষদের বিধিনিষেধ মেনে চলার অহ্বান মুনের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ