Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্যারিস হামলার সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় ব্রাসেলসে গ্রেফতার

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : প্যারিস হামলার অন্যতম সন্দেহভাজন সালাহ আবদেস সালামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে বেলজিয়াম পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে রাজধানী ব্রাসেলসের মোলেনবেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে পায়ে গুলিবিদ্ধ হন সালাম। নভেম্বরের প্যারিস হামলার পর চারমাস ধরে ইউরোপ জুড়ে সালাহ আবদেস সালামকে খুঁজছিল পুলিশ। অভিযানে মনির আহমেদ আলাজ নামের আরো একজনকে গ্রেফতার করা হয়েছে, যার নামও অভিযুক্তদের তালিকায় ছিল। গত শুক্রবার বিকেলে শুরু হওয়া এই অভিযান চলে গভীর রাত পর্যন্ত। অভিযানচলাকালে একাধিক বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ খবর জানার পর ইউরোপীয় ইউনিয়ন-তুরস্ক সম্মেলন ছেড়ে দেশের পথে রওনা দেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী চার্লস মাইকেল। ফ্রান্সের প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ বলেছেন, তার দেশ আশা করে, যত দ্রুত সম্ভব আবদেস সালামকে ফ্রান্সের কাছে হস্তান্তর করা হবে। এই গ্রেফতারকে গুরুত্বপূর্ণ বলে মনে করলেও চূড়ান্ত নয় বলে মনে করেন তিনি। তিনি আরো বলেন, প্যারিস হামলার যারা পরিকল্পনাকারী বা যারা অর্থ সহায়তা দিয়েছে, তাদের সবাইকে গ্রেফতার না করা পর্যন্ত এ অভিযান চলবে। উল্লেখ্য যে, গত নভেম্বরে প্যারিসের ওই হামলায় ১৩০ জন নিহত হয়। এরপর থেকেই সালাহ আবদেস সালামকে খুঁজছিল ইউরোপের পুলিশ। ২৬ বছর বয়সী সালাহ আবদেস সালাম ফরাসি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে বেলজিয়ামে বসবাস করছিলেন। সেখান থেকে গিয়েই প্যারিসে হামলা চালিয়েছিলো বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর আগে সালাহ আবদেস সালামকে গ্রেফতার করতে ব্রাসেলস এবং প্যারিসে কয়েক দফা অভিযান চালানো হলেও আটক করা যায়নি তাকে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্যারিস হামলার সন্দেহভাজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় ব্রাসেলসে গ্রেফতার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ