Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পালমিরায় আইএসকে লক্ষ্য করে ২৫ দফা রুশ বিমান হামলা

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার ঐতিহাসিক শহর পালমিরায় ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে ২৫ দফা বিমান হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শনিবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। গত মঙ্গলবার সিরিয়া থেকে বিমান ও সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার আগেই দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই সেনা প্রত্যাহারের কথা জানিয়েছিলেন। নতুন করে আইএসের ওপর এমন সময় বিমান হামলা হলো যখন সিরিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে রাশিয়ার বিমানগুলো প্রত্যাহার শুরু হয়েছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের একজন মুখপাত্র প্যাট্রিক রিডার বলেছেন, পালমিরা এলাকায় বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। আর এগুলো রাশিয়ার বাহিনীর হামলা বলে ধারুা করা হচ্ছে। তিনি আরো বলেন, রাশিয়া তার অধিকাংশ বিমানই প্রত্যাহার করেছে এবং স্থলভাগে এর সেনাবাহিনীর তৎপরতা খুবই সামান্য। রাশিয়া বলেছে, সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহর মুক্ত করার স্থল অভিযানে রুশ সেনারা জড়িত নেই। এ শহরের অভিযানে সিরিয়ার সেনারা অংশ নিচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা নিশ্চিত করেছেন। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের মন্তব্যকেও স্পষ্ট করেছেন। পেসকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন পালমিরা অভিযান সম্পর্কে বলেছেন যে, সিরিয়ার সেনারা এখন অনেক বেশি শক্তিশালী হয়েছে এবং তারা স্বতন্ত্রভাবে ঐতিহাসিক এ শহরে অভিযান অব্যাহত রেখেছে। পুতিন গত বৃহস্পতিবার বলেন, মরুর মুক্তা বলে পরিচিত পালমিরা শহর শিগগিরি সিরিয়ার জনগণের কাছে ফেরত আসবে। বিবিসি, আইআরআইবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পালমিরায় আইএসকে লক্ষ্য করে ২৫ দফা রুশ বিমান হামলা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ