Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি বাতিল চেয়ে রিট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৭, ৩:১৫ পিএম

প্রথম শ্রেণিতে শিশুদের ভর্তির ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী চলমান লটারি প্রথা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংরক্ষিত দুই শতাংশ কোটা বাতিল চেয়ে রিট আবেদন করেছেন এক আইনজীবী। এ রিটে শিক্ষা সচিব, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষসহ চার জনকে বিবাদী করা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।

পরে তিনি বলেন, সরকার নীতিমালা করে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য লটারি প্রথা ও শিক্ষা মন্ত্রণালয়ের জন্য দুই শতাংশ কোটা চালু করেছে। এটা সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী। তাই এর বিরুদ্ধে রিট দায়ের করেছি। একইসঙ্গে এই রিট শুনানিকালে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজে প্রথা অনুযায়ী ভর্তির ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন আদেশ চাওয়া হয়েছে।
এ আবেদন আগামীকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি এটিএম সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানি হতে পারে বলেও জানিয়েছেন আইনজীবী ড. ইউনুস আলী আকন্দ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রথম শ্রেণিতে ভর্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ