মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি গির্জায় রোববারের প্রার্থনার সময় বন্দুকধারীর গুলিতে অন্তত ২৬ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন শিশু।
টেক্সাসের উইলসন কাউন্টির সাদারল্যান্ড স্প্রিংস ব্যাপটিস্ট চার্চে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় এ হামলা হয় বলে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে।
ঘটনাস্থল থেকে একজন পুলিশ কমিশনার অন্তত ২৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এই সময় গির্জায় ৫০ জন উপস্থিত ছিল।
এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হামলার পর নিরাপত্তা বাহিনীর গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এফবিআইয়ের সান আন্টোনিও শাখা এ ঘটনায় তাদের কর্মীদের মোতায়েন করার কথা জানিয়েছে । তারা বলেছে, বন্দুকধারীর উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
এফবিআই বলেছে, একজন গুলিবর্ষণ করেছে বলে জানা গেছে। আর কেউ হামলায় সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনার পর জাপান সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেছেন এবং জাপান থেকে তিনি পুরো বিষয়টি তদারকি করছেন বলে জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।