বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মৃত. সুলতান মোল্লার ছোট পুত্র আজিম মোল্লাকে নিজ বাড়ির সামনে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা । আহত আজিম মোল্লা পাবনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপুর ছোট ভাই।
শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে পাবনা শহরের কালাচাঁদপাড়া মহল্লার নিজ বাড়ীর সামনে আজিমকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নতর চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সূত্র মতে, আজিমের শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বুলেটের চিহ্ন দেখা গেছে।
ঘটনার বিষয়ে আহত আজিম মোল্লার বড় ভাই পাবনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। সে পাবনা বড় বাজারে মাছের ব্যবসা করে। আজ সকালে জেল হত্যা দিবস অনুষ্ঠানে সে আমার সাথে ছিলো। তবে আর জানা মতে কারো সাথে ওর কোন-রকম শত্রুতা নেই।’ তবে আমি রাজনীতি করার কারণে আমার ছোট ভাইকে হত্যার চেষ্টা করা হতে পারে। রাজনৈতিক ভাবে আমাকে দুর্বল করার জন্য।’ তাঁর (রাকিব হাসান টিপুর ভাষ্য মতে) কারা এই ঘটনা ঘটাতে পারে প্রশাসন সহ পাবনাবাসী জানেন। এ ঘটনার বিষয়ে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ঘটনা শোনার পরে প্রশাসনের লোক সহ তিনি নিজে ঘটনা স্থল পরিদর্শন করেছেন। কারা কি কারণে এই ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত না করে এখুনি কিছু বলা যাচ্ছে না। তবে প্রশাসনের সকলকে ঘটনার সঠিক তদন্তের জন্য বলা হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সন্ত্রাসীরা আইনের আওতায় চলে আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।