Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইএসের শক্তিশালী ঘাঁটি সিরীয় সেনাদের দখলে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্বাঞ্চলীয় শহর দেইর আল-জর দখলমুক্ত করার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনারা। স্থানীয় সময় গতকাল শুক্রবার সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অবস্থিত দেইর আল-জর সিরিয়ার পূর্বাঞ্চলের সবচেয়ে বড় শহর। দেশটির তেল উৎপাদনের প্রাণকেন্দ্র এটি। বর্তমানে আল-হাওইকা জেলাতেই আইএসের অবস্থান আছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সেনাবাহিনীর এক সূত্র রয়টার্সকে বলেন, যৌথ বাহিনীর সহযোগিতায় সেনারা সন্ত্রাসী সংগঠন আইএসের হাত থেকে দেইর-আল জর সম্পূর্ণ মুক্ত করেছে। রাশিয়ার বোমারু বিমান ও শিয়া মিলিশিয়াদের সহযোগিতায় দেইর আল-জর দখলে নেয়ার পর ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে আইএসের আরেক ঘাঁটি আলবু কামালের দিকে ধাবিত হচ্ছে সিরিয়ার সেনারা। এদিকে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট কুর্দি ও আরব মিলিশিয়াদের একটি পক্ষ ইউফ্রেটিসের পূর্ব তীরে আইএসকে প্রতিরোধ করেছে। কয়েক বছর ধরে দেইর আল-জর দখলে নিয়েছিল আইএস। সেপ্টেম্বরের শুরুতে শহরটি দখলে নিতে লড়াই শুরু করে সেনারা। এএফপি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ